“অশ্লীল সভ্যতা” নামে হেলাল হাফিজের একটা কবিতা আছে। মাত্র দুই লাইনের কবিতা।


“নিউট্রন বোমা বোঝো,

মানুষ বোঝো না।”

আমরা অনেক কথা বলেও যা বোঝাতে পারি না, কবিরা দুই এক কথায় তামাম দুনিয়া বোঝাতে পারে।
মানুষের সুখ সুবিধার আয়োজনে, প্রকৃতির রহস্য উদঘাটনে নিরন্তর উদ্বিগ্ন মানুষ এত কিছু আবিষ্কার করলো।
আলপিন থেকে আণবিক বোমা বানালো মানুষের কল্যাণ ও নিরাপত্তার কথা বলে সেই মানুষ এখন এগুলো দিয়ে ব্যবসা করে।

বিজ্ঞান ব্যবসায়ীর হাতে পড়ে ফাঁদে পড়া ইঁদুর হয়ে গেছে। ব্যবসা হলেই বিজ্ঞান আবিষ্কার করে, নইলে না।
বিজ্ঞান আইডিয়া ব্যাংক খোলে, টাকা দিয়ে আইডিয়া কেনে। ক্রিম, পেস্টের টিউবের মুখ বড় করা বা চওড়া করাও একটা আইডিয়া!! টিপ দিলে বেশী বের হবে, তাড়াতাড়ি শেষ হবে। আরো বেশী বিক্রি হবে। আরো বেশী লাভ হবে।

যুদ্ধ না থাকলে যুদ্ধ বাধাতে হবে নানা বাহানায়। তাহলেই অস্ত্র বেচা যাবে।
ধর্ম, দর্শন, সাহিত্য, বিজ্ঞান সব এখন লাভের পাল্লায় মেপে পরিবেশন করা হয়।

এখানেই কবির আক্ষেপ তুমি নিউট্রন বোমা বোঝো আর যে মানুষের জন্য এত আয়েজন সেই মানুষ বোঝো না!মানুষের কথা বলে বলে ক্লান্ত কবির জীবন গেলো অনাহারে, অর্ধাহারেঃ

“গাহি সাম্যের গান,মানুষের চেয়ে বড় কিছু নাই,নহে কিছু মহিয়ান।”

Categories: Uncategorized

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *