সনাতন ধর্মমতে আত্মার-ভ্রমণ:
অশ্শল পুত্র কৌশল্য পিপ্পলাদ মুনিকে জিজ্ঞাসা করলেন,
“কুত এষ আয়াতি জায়তে?”
কোথা থেকে এই প্রাণ জন্ম লাভ করে ?
“আস্মিন শরীরে কথম আয়াতি ?”
এই শরীরে প্রাণ কিভাবে আগমন করে ?

উত্তর এলো: পরমাত্মা থেকে প্রাণ জন্ম লাভ করে। প্রাণ স্বরূপ প্রজাপতি থেকে সূর্য্য, চন্দ্র, সম্বৎসর, মাস, অহোরাত্রি ও অন্নাদি সৃষ্টি হয়। অন্নাদি থেকে ক্রমে বীর্যের উৎপত্তি হয়। এবং বীর্য থেকে প্রাণ জন্ম লাভ করে।


সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন, বিদেহী আত্মা মেঘলোকে আশ্রয় গ্রহণ করে। পরবর্তীতে বারিপাতের সাথে ধরিত্রীতে পুনরায় আগমন ঘটে আত্মার।
জাপানী বিশ্বাসের মতো সনাতন ধর্মমতেও শস্যবীজ বিদেহী আত্মাকে ধারণ করে। পুরুষেরা যখন ওই শস্যবীজ ভক্ষণ করে তখন জীবাত্মা তাদের দেহে প্রবেশ করে।
মানব শিশু পিতৃ অংশ নেওয়ার পর মায়ের থেকে বাকী প্রয়োজনীয় অংশ গ্রহণ করে।

শিশুর মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার প্রক্রিয়া সর্বত্র একই। আত্মার ভ্রমণের বর্ণনামতেই ব্যাতিক্রম মাত্র।

Categories: Uncategorized

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *