“If you teach your children 3 R’s (Reading, Writing and Arithmetic)

and leave 4th R, (Religion) you will get a 5th R (Rascal)”

সরল অর্থে: আপনি যদি আপনার সন্তানকে পড়া, লেখা এবং গণিত শেখান কিন্তু ধর্মটা (সব ধর্মেরই মূল-নীতি-নৈতিকতা-মূল্যবোধের জায়গায় অনেক মিল আছে) না শেখান তাহলে একটা ৫ম R মানে একটা Rascal বা বদমাশ পাবেন।

জন্মদান প্রক্রিয়ার ক্ষেত্রে বিধাতা সবাইকেই সুযোগ অবারিত করে দিয়েছেন। কিন্তু সন্তান মানুষ করার ক্ষেত্রে জন্মদাতা জন্মদাত্রীকে তাঁর নিজের পারিবারিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক শিক্ষার আলোকে অন্তরতম শুদ্ধতার জায়গা থেকে অন্ত্যান্ত নিষ্ঠার সাথে, আরাধনা-উপাসনার মতো করে সন্তানকে মানুষ করতে হয়।

জন্ম হলেই মানুষ হয় না, মানুষ করতে হয়। জন্ম দিলেই পিতা-মাতা হওয়া যায় না। পিতা-মাতা হয়ে উঠতে হয়। এটা এক সারা জীবন জুড়ে সাধনার বিষয়।

এই যোগ্যতা অর্জন না করে সন্তান জন্ম দান করা এক মহা অপরাধ বলে মনে হয়। কারণ সেই রাস্কেলটা সমাজের, দেশের সবার জীবনকে জাহান্নাম বানায়ে ফেলতে পারে।

এই দায়ভার কিন্তু ঐ জন্মদাতা জন্মদাত্রীকেই নিতে হবে। কেননা, অন্যকে উত্ত্যক্ত করার অধিকার কেউ কাউকে দেয় নাই।

Categories: Uncategorized

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *