মেকানিকাল জিনিস বহু ব্যাবহারে শেষ পর্যন্তু পরিবর্তন করতে হয়, কিন্তু মন যত ব্যবহার করা হবে তত শক্তিশালী হবে।

মনকে যত ব্যবহার করবে ও সম্প্রসারিত করো  তত বেশি কুশলী ও দক্ষ হয়। অব্যাবহার এর বিপরীত প্রতিক্রিয়া করে যেমন মেশিন পত্রের ক্ষেত্রে হয়। সবচেয়ে জটিল ও শক্তিশালী যন্ত্র এবং মানুষের মন ব্যবহারের অভাবে মরিচা ধরে ধ্বংস হয়ে যায়।

যতক্ষণ না তুমি পড়াশুনা ও নতুন কিছু শেখার জন্য সময়সূচী মেনে চলছো, খুবই সহজে চিন্তা-বিহীন,মন অসাড় করা, পলায়নপর  চিত্তবিনোদনে সময় ধ্বংস করা সহজ। বিনোদনের প্রয়োজন আছে, তার চেয়ে বেশি প্রয়োজন আছে জ্ঞান অর্জন করার।

নিশ্চিত করো যে তোমার দৈনন্দিন সময়সূচিতে উভয়ের জায়গাই আছে। 

Categories: Uncategorized

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *