Tyrone Edwards, আমেরিকার পাদ্রী,  বলেন ,”বয়স বৎসরের উপর নির্ভর করে না,নির্ভর করে মানসিক মেজাজ ও শারীরিক স্বাস্থ্যের উপর। কিছু মানুষ জন্মেই বুড়ো হয়ে আবার কেউ কেউ কখনই বুড়ো হয় না। “

তুমি দেখেছো অনেক কিশোর/কিশোরী বয়স্ক হয়ে যায় আবার অনেক ৭০ বৎসরের বৃদ্ধ মেজাজ আর উৎসাহে জীবনের বিস্ময় আবিষ্কার করে উৎফুল্ল হয়ে ওঠে। 

তুমি যতই বড়ো হবে ও বিকশিত হবে, ঠিক করো যে তোমার অভিজ্ঞতা যেন আত্মজ্ঞান অর্জনে পরিচালিত হয়, অসুয়া আসক্তিতে না।  অতীত অভিজ্ঞতার জন্যে যদি তুমি খোলা মন নিয়ে চলতে না পারো, মনে রেখো যে তুমি কিন্তু অন্য মানুষ নিয়ে কাজ করছো , অবস্থা পরিবর্তিত হয়েছে বা তুমি বয়স্ক হয়েছো ও জ্ঞানী হয়েছো, তোমার সফল হওয়ার সম্ভাবনা অতীতের চেয়ে বেশি।

Categories: Uncategorized

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *