মৃদু হাসি ছোট্ট একটা জিনিস কিন্তু এর ফল অনেক বড়ো।
জন্তুর জগতে দাঁত বের করা মানে নিশ্চিত আক্রমণের নিদর্শণ কিন্তু মানব সমাজে এর অর্থ সম্পূর্ণ ভিন্ন। হাসি ভিন্ন অন্য কোনো অস্ত্রই ক্রোধান্বিত বা মারমূখী মানুষকে নিরস্ত্র বা নিবৃত করতে পারে না। একটা স্বতঃস্ফূর্ত হাসি তোমাকে বরণ করতে একপায়ে দাঁড়ানো। আর যখন একটা হাসি দিয়ে অন্যের সাহায্য কামনা করো, তুমি প্রত্যাশার চেয়ে বেশি সাহায্য পাবে।
অন্যের প্রতি হাসির অভ্যাস করো। যখন তুমি কারো সাথে পরিচিত হও, যখন কোনো পুরোনো বন্ধুকে সম্ভাষণ জানাও অথবা প্রতিদিন সকালে যখন কাজে যাও, সহকর্মী বা ক্রেতার সাথে সাক্ষাৎ করো সব সময়ই হাসিমুখে করো । তারা তোমার মুখে হাসি ফোটাবে।
এইটা নিশ্চিত করো হাসিটা যেন অকৃত্রিম হয় । অন্যেরা দ্রুতই একজন প্রতারককে চিনতে পারে। মানুষকে অন্য কিছুই নিবিয়ে দেয় না যতটা একটা নকল হাসি করতে পারে।
বাইবেলে একটা কথা আছে , “A smile is a curve but it sets many curve thing straight.”
হাসলে ঠোঁট বাঁকা হয় কিন্তু এই বাঁকা জিনিস অনেক বাঁকা জিনিষকে সোজা করে দেয়।

Categories: Uncategorized

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *