(পুরো মার্চ মাসের মূল সুর Winning Attitude বা জেতার জিদ) কোম্পানিতে শ্রেষ্ঠ পদগুলো তাদেরই নিয়ন্ত্রণে থাকে যারা পারিশ্রমিক হিসেবে যা দেয়া হয় তার চেয়ে অতিরিক্ত কিছু করার চেষ্টা একটা অভ্যাসে পরিণত করেন। এটা তারা ইচ্ছাকৃতভাবে ও আনন্দের সাথে করে থাকেন। নিজের ভবিষ্যত নির্ধারণের প্রথম পদক্ষেপ তখনই তুমি নিয়ে ফেলো যখন প্রতিটা কাজকে Positive Outlook-এ নিয়ে নাও এবং শেষ না হওয়া পর্যন্ত লেগে থাকো।

প্রথমদিকে এটাকে কঠিন কাজ মনে হলেও শেষ পর্যন্ত আবিষ্কার করবে যে এটা তোমার অভ্যাসে পরিণত হয়েছে। যখন উপলব্ধি করবে যে অর্পিত দায়িত্বের চেয়ে বেশী কিছু করার জন্য যে কল্যাণ তোমার কপালে লিখা হয়, তখন তুমি এর বাইরে কোনোভাবে কাজটা করার কথা ভাবতেও পারবে না।

“Average people quit at first failure, that’s why there have been many average men.”

গড়পরতা মানুষ প্রথম ধাক্কায়ই হাল ছেড়ে দেয়, সেই জন্য দুনিয়ায় গড়পরতা মানুষের সংখ্যাই বেশী। যখন স্বপ্ন তোমার গড়পরতা মানুষের চেয়ে অনেক বড়ো , তাহলে তাদের মতো ভীরু আচরণ করলে লক্ষে পৌঁছাবে কিভাবে ? সুমনের মতো গেয়ে ওঠো:

“ছেড়েছো তো অনেক কিছুই পুরোনো অভ্যেস,

অসুখ বিসুখ হওয়ার পরে জিলেপী সন্দেশ।

ছেড়েছো তো অনেক কিছুই পুরোনো বোলচাল

পুরোনো ঘর পুরোনো ঘর পুরোনো জঞ্জাল

হাল ছেড়োনা বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে

দেখা হবে তোমায় আমায় অন্য গানের পরে।”

Nazar-E-Zilani

CEO and Founder

Sharpener

Categories: Career Growth

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *