দেখো কিভাবে Production আরো বাড়াতে পারো। (শুধু ফ্যাক্টরির না।) এটাই তোমার Position এবং তোমার Paycheck টেনে উপরে তুলবে। 

আমেরিকা তথা বিশ্বের অটোমোবিলে কিংবদন্তি হেনরী ফোর্ড দুইটা সিদ্ধান্ত নিয়ে তার গাড়ির উৎপাদন বাড়াতে ও খরচ কমাতে পেরেছিলেন। 

তা ছিল: মডেল সংখ্যা কমিয়ে শুধু “Model T” উৎপাদন এবং ফ্রান্সে আবিষ্কৃত হালকা ও অত্যান্ত মজবুত “Vanadium Steel” ব্যবহার করা। 

ফোর্ড এবার পৃথিবীর সবচেয়ে বড়ো ৬০ একরের উপর কারখানা তৈরী করেন ডেট্রয়েট এর হাইল্যান্ড পার্কে। শ্রমিক সংখ্যা ১৯০৮ থেকে ৪১১০ এ উন্নীত হয় এবং উৎপাদন ৬০০০ থেকে ৩৫০০০ গাড়ীতে উন্নীত হয়। 

এটা একটা সাধারণ জ্ঞান যে Productivity বাড়াতে পারে যে সেই “ভালো পদ আর ভালো বেতন” পাওয়ার যোগ্য। 

যদি তুমি কোনো কাজ তুলনামূলকভাবে ভালো, দ্রুত ও স্বল্প খরচে করার পদ্ধতি বাতলে দিতে পারো তাহলে প্রতিষ্ঠানে তোমার মূল্য বাড়বে। তোমাকে Planning Meeting ও Quality Circle-এ অন্তর্ভুক্ত করে নেওয়া হবে। নিশ্চিত তোমার পদোন্নতি হবে কারণ তুমি ব্যাতিক্রমী একজন কর্মকর্তা হবে যে কোনো প্রতিষ্ঠান হারাতে চাইবে না।

Henry Ford ঘোষণা করেছিলেন,” যে আমার উৎপাদিত প্রতিটি গাড়িতে একটা NUT কম ব্যবহার করার কৌশল আবিষ্কার করে দেখাতে পারবে, আমি তাকে ৫০,০০০ ডলার পুরস্কার দেবো। ” 

তুমিও ব্যাতিক্রমী কিছু করার জন্য আজই লেগে পড়ো , প্রমোশন আর পয়সা তোমার পিছে লেগে পড়বে।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *