চুম্বক যেরকম লোহাকে আকৃষ্ঠ করে Negative Mental Attitude তেমনি অহেতুক ঝামেলা আকর্ষণ করে।

Negative Mental Attitude তোমার স্বপ্নের লক্ষ্যের পথে distraction হয়ে গতি মন্থর করে দেবে।

প্রকৃতির এক অদ্ভুত সত্য হচ্ছে, আমরা অবচেতন মনে যা অধিক চিন্তা করি, আমাদের মন সেটাকে  কায়িক অবয়বে রূপান্তর করতে পারে।

যদি তুমি ব্যার্থতার চিন্তা করো, তুমি নিশ্চিন্ত থাকতে পারো তোমার চিন্তা তোমাকে ব্যার্থতা এনে দেবে।

অনুরূপভাবে প্রতিটা সুযোগের মাঝে যদি তুমি গবেষণা করে কিছু  একটা নেগেটিভ বের করো, তাহলে কোনো Positive রেজাল্টই তোমার কপালে জুটবেনা।

অন্যদিকে বিপরীতটাও কঠিন সত্য,যদি তুমি  সুখী, Positive person হও ,তুমি সব পসিটিভ জিনিসই আকর্ষণ করবে।

Father of American Psychology Mr. William James বলেছেন, “the power to move the world is in your subconscious.”

অবচেতন মনকে Constructive Thought দিয়ে সমৃদ্ধ করতে পারলে জীবন যুদ্ধে জয়ের প্রাথমিক ভিত্তি তৈরী হয়ে যায়। 

যে মুহূর্তে Negative Thought তোমার সচেতন মনের মধ্যে হামাগুড়ি দিয়ে ঢুকতে চেষ্ঠা করবে তাৎক্ষণিকভাবে তাকে ঝেঁটিয়ে বিদায় করে দেবে। আর এভাবেই তোমার মনকে পসিটিভ রাখতে পারবে সর্বক্ষণ।

Negative চিন্তা করে কেউ কখনো অর্থপূর্ণ কিছুই করতে পারে নাই  জীবনে।

জীবনে ঝুঁকি নেওয়ার বেপারে বিচক্ষণতার পরিচয় না দিলে পৃথিবীতে কোনো পরিচয় থাকবে না তোমার।

আর ব্যার্থতার ভয়ে পক্ষাঘাতগ্রস্থ হয়ে যেও না।

Ever Positive কবি একটা চাপা ফুলের গাছের মধ্যেও  অশেষ গতি গুঁজে পেয়েছেন এভাবে,

“ওগো  নদী আপন বেগে পাগল -পারা

আমি স্তব্ধ চাঁপার তরু, গন্ধ ভরে তন্দ্রা হারা

আমি সদা অচল থাকি, গভীর চলা গোপন রাখি

আমার চলা নবীন পাতায়, আমার চলা ফুলের ধারা।

………………………………………………………………

আমার চলা যায়না বলা -আলোর পানে প্রাণের চলা

আকাশ বোঝে আনন্দ তার, বোঝে নিশার নীরব তারা।”

Positive হও। সব কিছুর মধ্যে ভালো খুঁজে বের করার চারিত্রিক বৈশিষ্ট্য অর্জন করো। 

নীরবে সাধনায় লিপ্ত হও যতক্ষণ সাফল্ল্যের বার্তাবাহক তোমার দরোজায় কড়া না নাড়ে।

Nazar-E-Zilani

CEO and Founder

Sharpener

Categories: Career Growth

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *