Sony Corporation এর চেয়ারম্যান Akio Morita দ্বিতীয় যুদ্ধোত্তর জাপানে নিজেদের প্রতিষ্ঠান দাঁড় করাবার জন্য সারাদিন টোকিওতে কাজ করে সন্ধ্যায় প্লেনে চড়তেন নিউয়র্ক যেয়ে সকালের বাজার ধরার জন্য। রাতের ঘুম ওই প্লানের মধ্যে! সেই Sony Corporation কোথায় সেটা আমরা ভালো জানি।

তোমার সম্পর্কে অন্যের চিন্তা ভাবনা ততক্ষনই গুরুত্বপূর্ণ যতক্ষণ পর্যন্তু তোমার নিজের চিন্তা ভাবনার সাথে তা মিলে যাবে।
যদি তুমি অন্যের দ্বারা একজন Positive person হিসেবে স্বীকৃত হও ,যারা গুরুত্বপূর্ণ অবদান রাখে সর্বত্র , তোমার চাহিদা সর্বত্রই থাকবে কারণ কোনো প্রতিষ্ঠানে এরকম মানুষের সংখ্যা খুব বেশি না।
তোমার সহকর্মীরা তোমাকে যথার্থ মূল্যায়ন করবে, তোমার ক্রেতারা তোমাকে প্রশংসা করবে , তোমার উর্ধতন কর্মকর্তা তোমার কাজের স্বীকৃতি দেবে ও পুরস্কৃত করবে যদি তুমি তোমার অবস্থান নিষ্ঠার সাথে ধরে রাখো।

তুমি রাতারাতি সফল নাও হতে পারো তবে তাৎক্ষণিকভাবে তুমি ভূপাতিত হবেনা বা স্থায়ী ভাবেও স্থবির হবে না।
Positive Mental Attitude নিয়ে দায়িত্বের বাইরে একটু অতিরিক্ত করার চেষ্টা করো (going the extra mile).
কর্মফলে ফলভারানতো সফল শাখে দুলবে তোমার বিজয়ের পতাকা।
সুতরাং Extra Mile যাওয়ার জন্য প্রস্তূত থাকো এবং একাগ্রতার সাথে কাজ করে যাও।

Categories: Uncategorized

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *