তোমার লক্ষ্যের দিকে মনকে তীক্ষ্ণ, একমুখী করে রাখো।
আত্মস্থ দর্শণ অনুসরণ করে নিষ্ঠার সাথে স্থির থাকো বৈরী সময়ে স্বপ্নকে বাঁচায়ে রাখতে। কারণ কখনো কখনো খারাপ সময় আসতেই পারে, আসবে।
সাফল্যের মূলনীতি অনুসরণ করে নিরবিচ্ছিন্ন ভাবে চলো যতক্ষণ তা তোমার সহজাত প্রবৃত্তির মতো না হচ্ছে। এই প্রাকটিস করলে একসময় সাফল্যের সূত্রগুলো তোমার দৈনন্দিন জীবনের অনুষঙ্গ হয়ে যাবে। এভাবে চললে তোমাকে থামতে হবে না, এবং চিন্তাও করতে হবে না কোনো একটা পরিস্থিতিতে তোমাকে কি করতে হবে।

তোমার Positive Response স্বতঃস্ফূর্ত ভাবে চলে আসবে।
তোমাকে নিশ্চিত করতে হবে যে তুমি দিনের কিছুটা সময় (কমছে কম ৩০ মিনিট ) গভীর চিন্তা করবে তোমার জীবনের উদ্দেশ্য, কতদূর এগুলো, বাকি পথটুকু কিভাবে পাড়ি দেবে। ভালো কিছু বই পড়াশুনার ভিতর দিয়ে সময় কাটাবে। প্রেরণাদায়ক ও দর্শণ মূলক বই পড়ো। নিজের আচরণ উন্নতি করতে অর্জিত জ্ঞান কাজে লাগাও।

লক্ষ্য ঠিক করো। পরিকল্পনা তৈরী করো। অর্জনের সময়সীমা ঠিক করো। এবার ঝাঁপিয়ে পড়ো স্বপ্ন ছুঁইতে।

তোমার নিজের সাফল্যের দর্শন প্রতিষ্ঠিত করো।
দিন রাত নিমগ্ন থাকো তোমার স্বপ্নের ভুবনে।

মন খারাপ হলে আবৃতি করো নিচের এই পংক্তি গুলো :
“………………
When the funds are low and the debts are high
And you want to smile, but you have to sigh
When care is pressing you down a bit
Rest if you must, but don’t you quit
………………….
Don’t give up though the pace seems low
You may succeed with another blow
…………………..
Success is failure turned inside out
So stick to the fight when you are hardest hit
It’s when things seem worst that you must not quit.”

নাছোড়বান্দা হও। নাছোড়বান্দারাই শেষ পর্য্যন্ত জয়মাল্যে ভূষিত হয়।

Categories: Uncategorized

2 Comments

Muhammad Murshed Al Islam Rasif · April 14, 2019 at 5:45 am

আপনাদের লেখনীতে আছে আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা মূলক শিক্ষা।

যা উপলদ্ধি করে সামনের দিকে অগ্রসর হচ্ছি আমরা।

ধন্যবাদ আপনাকে এত বড় উপহার আমাদের দেবার জন্য..!!

    admin · May 15, 2019 at 5:57 am

    Dear Mr Murshed, from the point of obligation I try to write. The society, the Country has given me a lot. Now is the time to give back. My objective is to give guideline to the young corporate, start-ups and aspiring students so that they can have extract of my long practical experience in this country. They can get a sense of direction, make less mistakes and sit on the driving seat of respective places.

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *