কাজী দা (কবি কাজী নজরুল ইসলাম ), “তোমার শেখানো গানের জন্যই আজ আমার মতো শুদ্দুরের (নমঃশুদ্র) পায়ে ব্রাহ্মণ হাত দেয়। ”
নজরুল সংগীতের কিংবদন্তী শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায় শিল্পী ইন্দুবালা দেবীর পায়ে হাত দিয়ে বলেছিলো,” মা, আশীর্বাদ করুন। ”
সুতরাং নিজেকে তৈরী করো। সন্মান, সুনাম তোমার কাছে এমনিতেই চলে আসবে। আমার বাবা একটা কথা শিখিয়েছিলেন ছোট্টবেলায়,” The prophet must come to the mountain, the mountain must not go to the prophet.

১৮৯৯, নভেম্বর, পাঞ্জাবের অমৃতসরে বোস সার্কাস-এর মতিলাল বোসের ঘরে শিল্পী ইন্দুবালার দেবী’র জন্ম। ছাড়াছাড়ির পর ইন্দুবালাকে নিয়ে তার মা কোলকাতায় চলে আসেন। মা ছায়াবালা দেবী জীবন বাঁচাতে বেছে নিতে বাধ্য হন পৃথিবীর আদিমতম পেশাকে।

ইন্দুবালা ১৩ বৎসর বয়সে উস্তাদ গৌরীশঙ্কর মিশ্রের কাছে সংগীতের তালিম নেওয়া শুরু করলেন। সঙ্গীত-সম্রাজ্ঞী গওহরজান শেখালেন সংগীত আর সোহবৎ। উস্তাদ জমিরউদ্দিন খাঁ, পিয়ারু কাউয়াল,এলাহী বক্স-এর কাছে শিখেছেন।

কাজী নজরুল ইসলামের হাতে ফুটে ওঠেন ইন্দুবালা। তন্ময় কবি লিখছেন, সুর করছেন। হঠাৎ “অন্জলি লহ মোর ” বলে একটা মোচড় দিয়ে “সংগীতে ” এসে সমে ঝাঁপিয়ে পড়ে কবি বল্লেন, “ইন্দু ,তুই এই গানটা নিবি ?”

প্রথম রেকর্ড করলেন “চেয়োনা সুনয়না আর চেয়োনা ও নয়ন পানে, জানিতে নাইকো বাকি ওই ও আঁখি কি জাদু জানে। “এবং “রুম ঝুম ঝুম।”

পিছনে ফিরে তাকাতে হয় নি ইন্দুবালাকে। মহীশূরের রাজা কৃষ্ণরাজ’জী সভা গায়িকা করে নিয়েছিলেন। দেদার উপঢৌকণ ছাড়াও টানা এগারো বৎসর প্রতিমাসে আড়াই শো টাকা করে মাসোহারা পেতেন। স্বদেশী সরকার এসে সেটা বন্ধ করে দেয়। বেঙ্গালোর, মাদ্রাজ ,হায়দ্রাবাদ কত জায়গায় গেয়ে বেড়িয়েছেন।

জীবনে প্রতিষ্ঠিত হয়েও কলকাতার নিষিদ্ধ-পল্লী রামবাগান ছেড়ে যাননি। দুঃস্থ নারীদের কল্যানে কাজ করে গেছেন। নিজের পরিচয় প্রকাশে কুন্ঠা বোধ করেন নাই।
তার রেকর্ড করা আর একটা বিখ্যাত নজরুল সংগীত,

“কেন আনো ফুল ডোর আজি বিদায় বেলা
মোছ মোছ আঁখি লোর যদি ভাঙিল খেলা।”

সে যুগের বাঘা বাঘা উস্তাদদের কাছ থেকে তালিম নিয়ে নিজেকে সমৃদ্ধ করেছিলেন শিল্পী ইন্দুবালা দেবী।
যোগ্যতার সেই উচ্চ স্থানে নিজেকে নিতে পেরেছিলেন বলে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মতো শিল্পীরা পা’য়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ চেয়েছিলেন।

সম্মানের জন্য হাহাকার না করে যদি সাধনায় নিজেকে সমৃদ্ধ হওয়া যায় তাহলে যে কোনো জায়গাতেই সন্মান, সুখ্যাতি তোমার কাছে এসে উপস্থিত হবে।

Categories: Uncategorized

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *