রমজান কোরআনের মাস।
আর কোরআন বলছে আল্লার ইবাদত করতে।
ইবাদতের অর্থ ব্যাপক।
শুধু নামাজ, রোজা , হজ্জ্ব , জাকাত ইত্যাদি না।
তবে আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে সালাত বা নামাজ অন্যতম গুরুত্বপূর্ণ।
আর ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল রুযী।
কোরানে সূরা জুমআ’র ১০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন,
“অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং
আল্লার অনুগ্রহ তালাশ করো ও আল্লাকে অধিক স্মরণ করো,
যাতে তোমরা সফলকাম হও।”

আমাদের শরীরের শক্তির অন্যতম উৎস ভাত-রুটি-আলু ইত্যাদি থেকে পাওয়া glucose রূপান্তরিত হয় pyruvate-এ।
শরীরের কোষের mitochondria শক্তি উৎপাদন করে আর সেই শক্তি বলে আমরা যাবতীয় কর্মকান্ড করে থাকি।
যে শক্তি বলে আমরা রুকু সেজদা করি সেই শক্তির উৎস ভাত-রুটি-আলু’র টাকা কোথা থেকে এলো?
যদি টাকা চাকুরী বা ব্যাবসার মাধ্যমে হালাল ভাবে উপার্জিত না হয়ে থাকে তাহলে সেই টাকার বিনিময়ে পাওয়া শক্তি দিয়ে দেওয়া রুকু-সেজদা কবুল হবে কিভাবে ?
এজন্য বলা হয়েছে,” ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল রুযী। “
হাদীছে আসছে,” ফরজ বন্দেগীর পরে হালাল রুজির জন্য বের হয়ে যাওয়া আর একটা ফরজ। “
সেহরি বা ইফতার মুখে দেওয়ার পূর্বে , ফরজ-ওয়াজিব-সুন্নাত-নফল ইবাদত করার আগে যদি আমি নিজেকে প্রশ্ন করি যে কোন শক্তি বলে আমি এগুলো করছি , আর সেই শক্তির উৎস কি ?
তাহলে অনেক প্রশ্নের জবাব পাওয়া যাবে,
অনেক সমস্যার সমাধান পাওয়া যাবে। (চলবে)

Categories: Uncategorized

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *