বহুবার আমরা শুনেছি জরুরী সময়ে “সাধারণ মানুষ” আপাত অসাধ্য কাজ সম্পন্ন করে ফেলেন।
যা তারা স্বপ্নেও ভাবে নি সেই রকম কাজও তারা করে ফেলেন। এটা কি বিস্ময়কর হতো না যদি যখন প্রয়োজন তখনই এই শক্তি কাজে লাগাতে পারতে ?
তুমি পারো যদি তুমি বিশ্বাস করো যে তুমি পারো।
কোনো সন্দেহ নাই, তুমি মনে করো ,জীবনের কোনো এক দিন স্বল্প সময়ে অনেক কঠিন, অনেক বড়ো ও প্রায় অসম্ভব কাজ করে ফেলেছিলে। হতে পারে কোনো আসন্ন ছুটির আগে সবকাজ নিখুঁত ভাবে সম্পন্ন করে তারপর রওয়ানা হয়েছিলে বা এমন কোনো পরীক্ষা যেটাতে পাশ না করলে সমূহ ক্ষতি হতো আর তুমি তোমার সবটুকু একাগ্রতা লেজার রস্মির মতো তীব্র করে পড়তে বসেছিলে এবং ভালো ভাবে পাশ করেছিলে।

ওই পরিস্থিতিতে যে তীব্রতা তৈরী হয়েছিল তা সব সময় তোমার মধ্যে সুপ্ত, ঘুমন্ত হয়ে থাকে, লুপ্ত হয় না।
শুধু যখন প্রয়োজনের তীব্রতা তৈরী হয় তখন তোমার ভিতরের গহীন কন্দরে লুকায়িত শক্তি-কুন্ডলী ভয়ঙ্কর রূপে আবির্ভুত হয় আর করণীয় কার্য করে ফেলে আলাদীনের দৈত্যের মতো।

স্প্যানিশ ভাষার বহুল পঠিত চিলি’র লেখক ইসাবেল আলেন্দে হঠাৎ একটা টেলিফোন পেলেন। ৯৯ বৎসর বয়সী প্রিয় পিতামহ মৃত্যুশয্যায়। আলেন্দে নড়লেন না। দাদু কে উদ্দেশ্য করে একটা চিঠি লিখতে বসলেন টেবিলে। ভাবলেন দৈহিক ভাবে না হোক, আত্মিক ভাবে দাদুকে জীবিত রাখবেন।
ওই চিঠি সাহিত্যে রূপ লাভ করে ১৯৮২ সালে The House of the Spirits নামে প্রকাশিত হয়ে তুমুল সাড়া জাগালো সাহিত্য জগতে। স্বদেশে প্রকাশকেরা রাজী হলো না প্রকাশ করতে, রাজী হলো আর্জেন্টিনার প্রকাশকেরা। অল্প সময়ের মধ্যে ২৪ বার মুদ্রিত হয় বইটা। নানা ভাষায় অনূদিত হয়। তাকে তুলনা করা হয় গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের সাথে।

আবেগে ঝর ঝর করে না কেঁদে, প্রিয় মানুষটার স্মৃতিকে চিরস্থায়ী রূপ দেয়ার জন্য নিজের মধ্যের সৃজনশীল শক্তিকে কাজে লাগাতে বসে গেলেন। শুধুমাত্র দাদুই স্মরণীয় হলেন না, স্বৈরাচারী শাসক পিনোচেট-এর ভুত তাড়ানোর তাবিজও ছিল এই বইতে।

ইসাবেল আলেন্দে মানুষের ভিতরের অমিত শক্তির বর্ণনা করে লিখেছেন:

“We don’t even know how strong we are until we are forced to bring that hidden strength forward. In times of tragedy, of war, of necessity, people do amazing things. The human capacity for survival and renewal is awesome.”

Isabel Allende

Categories: Uncategorized

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *