তোমার মানসিক দৃষ্টিভঙ্গী ঠিক করে দেবে তুমি কোন ধরণের বন্ধু আকৃষ্ট করবে।
যদি তুমি Positive, সফল একজন মানুষ হতে চাও তাহলে বন্ধু নির্বাচনে সাবধান হও।
Positive Friends এবং তোমার “আদর্শ মানুষগুলো” তোমার উপর একধরণের Positive প্রভাব ফেলবে।
অন্যদিকে, Negative Friends তোমার সমস্ত উদ্যোগকে সমূলে নির্বংশ করবে।

নিজেকে আত্মতুষ্টির ঘুমপাড়ানির গানে আফিম-বুদ্ করোনা ওই সমস্ত লোকদের কথায় যারা “মধ্যবিত্তীয়” জীবনকে গ্রহণযোগ্য বিকল্প হিসাবে কবুল করেছে।
সাফল্যের সম্ভাবনার উপর নজর দাও, ব্যর্থতার মাত্রা নিয়ে মাথা ঘামাইওনা। ক্ষেত্র বিশেষে ব্যর্থতা আসতেই পারে বা আশা উচিৎ , তাই বলে Negative চিন্তা করে উজ্জ্বল ভবিষ্যতকে ম্লান করে দেয়া কোনো বিবেকবানের কাজ বলে মনে হয় না।

যখন নিজের উপর আস্থা কমে যাবে বা সন্দেহ হবে, তৎক্ষণাৎ একজন ভালো বন্ধুর সাথে পরামর্শ করো। যদিও ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর বলে গেছেন , “জগতে সৎ-গুরু দুর্লভ “, তার পরেও কাউকে না কাউকে share করতে হবে, পরামর্শ নিতে হবে, steam out করে হালকা হতে হবে। Motivation ফিরে আনতে হবে।

আমেরিকার শ্রেষ্ঠ Sales Professional and Motivational Speaker Zig Ziglar বলে গেছেন, ” আমাদের যেমন প্রতিদিন গোসল করা দরকার, তেমনি Motivation-ও প্রতিদিন দরকার।”

বন্ধু নির্বাচনে সময় নাও। জ্ঞান অনেকেরই আছে। ইবলীস শয়তান সবচেয়ে জ্ঞানী। যার জ্ঞান অনুযায়ী আমল বা নিষ্ঠার সাথে কাজ না থাকে তাহলে সেই জ্ঞানীর চেয়ে “একলা চলা ভালো।”

পুঁথিগত বিদ্যা, Google, YouTube এর বিদ্যার ছড়াছড়ি এখন মাঠে ময়দানে কিন্তু সেই জ্ঞান অনুযায়ী কতজন আমল করে দৃষ্টান্ত রেখেছেন ? জ্ঞান বিতরণের আগে নিজে ওই জ্ঞানের ফলিত রূপ কি রেখেছেন industry-তে সেটাই আসল প্রমাণ।

রাসূল (সাঃ) ৭ দিন পরে ছেলেটিকে আসতে বলেছিলেন কারণ তিঁনি নিজেই মিষ্টি পসন্দ করতেন। নিজেকে সংযমী করে তারপর তিনি ওই ছেলেকে বলেছিলেন মিষ্টি কম খেতে।

Categories: Uncategorized

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *