অন্যের উপর কতৃত্ব করার আগে নিশ্চিত হও যে তুমি তোমার নিজের উপর কতৃত্ব করতে সক্ষম। কারণ নিজের উপর কতৃত্ব করতে না পারলে সে মানুষ কখনোই স্বাধীন হতে পারে না। আর যে স্বাধীন না, সে কি করে নেতৃত্ব দিবে ?

যখনই তোমার মধ্যে PMA বা Positive Mental Attitude জন্ম নিবে তুমি তাৎক্ষণিকভাবে নিজেকে মানুষের পাল থেকে বিচ্ছিন্ন করে ফেলবে।

ঈগলের মতো একলা চলবে শিকার লক্ষ্য করে। আর মনে মনে জপমালা জপতে থাকো :”I am in the process of becoming the best version of myself.”
PMA-র কারণে তুমি লিডার হয়ে যাবে কারণ PMA তোমাকে positive action এর দিকে টেনে নিয়ে গিয়েছে।

অপর দিকে negative thinking কাজে অরুচি আর আলস্য আমন্ত্রণ করে।

যখন তুমি কোনো ক্ষেত্রে কোনো পদক্ষেপ নাও তখন অন্যেরা তোমার পদাঙ্ক অনুসরণ করতে শুরু করবে কারণ তারা জানে যে তুমি কোথায় যাচ্ছ।

নেতৃত্ব দিতে গেলে সর্বপ্রথম তোমাকে যে গুন্ রপ্ত করতে হবে তাহলো নিজেকে নিয়মানুবর্তিতার মধ্যে আবদ্ধ করতে হবে।
নেতৃত্বের প্রথম শর্ত হচ্ছে,তুমি নিজে যা করতে চাও না তা অন্যকে করতে না বলা। দৃষ্টান্ত দিয়েই কেবল তুমি নেতৃত্ব দিতে পারো।
নেতৃত্বের আসনে বসলে তোমাকে তৈরী থাকতে হবে অন্যের চেয়ে কঠোর আর দীর্ঘক্ষণ কাজ করতে।

এবং প্রমান করতে প্রস্তূত থাকতে হবে যে তুমিই তোমার ভাগ্যের বিধাতা।

Nazar-E-Zilani
CEO and Founder
Sharpener

Categories: Career Growth

1 Comment

Md. Habibullah (Habib) · March 31, 2019 at 5:55 am

What a writing,
Inspiring❤

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *