যারা জানে জীবন থেকে তারা কি চায় এবং সেটা নিয়ে ব্যাস্ত থাকে তাদের জন্য এই পৃথিবীটা খুব সুন্দর। আমরা সবচেয়ে সুখী যখন আমরা কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য সংগ্রাম করি। যখন আমরা একটা গন্তব্যে পৌঁছে যাই, তখনই অন্য একটা বড়ো গন্তব্য ঠিক করা খুবই প্রয়োজন। না হলে এক ধরণের অবসাদ ঘিরে ধরতে পারে। ক্লিমেন্ট স্টোন এটাকে “inspirational dissatisfaction” বলেছেন। যখনই বিরক্তি ঘিরে ধরে তক্ষনই উচিত কাজে নেমে ঘাম ঝরানো। যখন বর্তমানের গন্তব্যে পৌঁছে গেলে, দেরী না করে পরবর্তী গন্তব্যের জন্য প্রস্তূত হও।দ্বিতীয় বিশ্ব যুদ্ধে অংশগ্রহণকারী এবং ভিয়েতনাম যুদ্ধ অবসানে অবদানের জন্য নোবেল শান্তি পুরস্কারে ভূষিত, Richard Nixon এবং Gerald Ford এর শাসন আমলে National Security Adviser হিসেবে দায়িত্ব পালনকারী Henry Kissinger অবশ্য অন্যভাবে বলেছেন,”Each success only buys an admission ticket to a more difficult problem.”
কোনো লক্ষ্য অর্জিত হয়ে যাওয়ার অর্থ এর চেয়ে বেশি কঠিন কোনো সমস্যা সমাধানের জন্য উঠে পড়ে লেগে যাওয়া। এভাবে পরিকল্পনা করে এগুলে তুমি কখনোই একঘেয়েমি বা অবসাদে আক্রান্ত হবে না।
বর্তমানের লক্ষ্য অর্জন কতদূর? এর পরের কঠিন কোনো লক্ষ্য দেরি না করে ঠিক করে ফেলো।

Categories: Uncategorized

1 Comment

md.billal Hossain · July 20, 2019 at 3:44 am

sir,
thank your for excellent writing

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *