এটা জানা কথা যে, তুমি কখোনোই উন্নতির সর্বোচ্চ সর্বোচ্চ শিখরে উঠতে পারবে না যদি তুমি অন্যের উপস্থিতিতেই শুধু ঠিকমতো কাজ করো। তোমার প্রত্যাহিক কাজের উপযুক্ত মানদণ্ড হবে সেটাই যেটা তুমি নিজে নিজের জন্য নির্ধারণ করো, অন্যের দ্বারা নির্ধারিত না।

তোমার নিজের কাছ থেকে তোমার নিজের প্রত্যাশা যখন তোমার বস’এর প্রত্যাশার থেকে বেশি হবে তখন তোমাকে তোমার চাকরীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকতে হবে না।

যদি তুমি তোমার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করো, Promotion ও Package তার নিজ দায়িত্ব নেবে, তোমাকে ভাবতে হবে না।

আজ থেকে ১১৪ বৎসর আগে ইংল্যান্ডের এক ধনাঢ্য বাবার সন্তান জেমস অ্যালেন, বাবা দেউলীয়া হয়ে গেলে ১৫ বৎসর বয়সে স্কুল ছাড়তে বাধ্য হয়ে পরিবারের বোঝা কাঁধে নিয়ে সংসার সমরঙ্গনে নিষ্ঠূর পৃথিবীর মুখোমুখী হন।

মাত্র ৪৮ বৎসর বয়সে পৃথিবী ছেড়ে যান। তবে যাবার আগে সংসারের প্রয়োজনীয় কাজের পাশাপাশি ২০ টারও অধিক বিখ্যাত বই লিখে যান। নিষ্ঠূর পৃথিবী ছেড়ে তিনি চলে গেছেন, তবে যাবার আগে আচড় রেখে গেছেন যার প্রমান ১১৪ বৎসর পর তোমার জন্য আমি জেমস অ্যালেন-এর অসমসাহসী জীবনচরিতের কিঞ্চিৎ তুলে ধরলাম।

নিচের লাইনগুলো হয়তো তোমার জন্যই লিখে গেছেন :

“The human will, that force unseen,
The offspring of a deathless soul,
Can hew a way to any goal,
Though walls of granite intervene.”

তোমার প্রবল ইচ্ছা শক্তি অদৃশ্যকে টলাতে পারে, অমর অসীম আত্মার স্বপ্নীল প্রতিবোধ তুমি, যে কোনো দুর্ভেদ্য লক্ষ্যে অনায়াস তোমার চলার পথ, এমনকি গ্রানাইট পাথরের দেয়ালও যদি অলঙ্ঘনীয় হয়ে তোমার সামনে দাড়ায়।

নজর-ই-জিলানী
লালমাটিয়া, ঢাকা


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *