কম্পানীর খরচ পরিমিত রাখার, বাঁচানোর চেষ্টা করো, কোম্পানিও আনুপাতিক হরে তোমার জন্য সাফল্য ও সৌভাগ্য সঞ্চিত করে রাখবে।

পুরস্কার আজ নাও আসতে পারে,কাল, পরশু এমনকি পরের বৎসরও না। তোমার নিজের সম্পদের ব্যাপারে তুমি যেমন সতর্ক, কোম্পানির সম্পদের ব্যাপারে একই রকম দৃষ্টিভঙ্গীর অনুশীলন করলে প্রমাণিত হবে তুমি তোমার কোম্পানির ও তোমার সহকর্মীদের বিশ্বস্ততার যোগ্য। বড়ো এবং উৎকৃষ্ট জিনিসের তুমিই যোগ্য।

এটা কোনো বড়ো অংকের খরচ বাঁচানো, এমন না। অপচয় রোধ ও অর্থ সাশ্রয়ের প্রচেষ্টাই মুখ্য।

তুমি যত কাজ করো, চিন্তা করে দেখো তা কত সাশ্রয়ী ভাবে করা যায়। একটা কাজ এক ঘন্টার চেয়ে যদি ৪৫ মিনিটে করতে পারো সেটাও একটা সাশ্রয়। নিজে করো এবং তোমার দলের সহকর্মীদের করতে উৎসাহিত করো।

এটা অবশ্যম্ভাবি যে দ্রুতই তুমি তোমাকে বড়ো বাজেট ও বড়ো দায়িত্বে দেখতে পাবে।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *