‘Fail to plan’ IS ‘Plan to Fail’.

পরিকল্পনা করতে ব্যর্থ হওয়া মানে পরিকল্পিতভাবে পরাজিত হওয়া।

কি ছাত্রজীবন, কি পেশাজীবন, কি পারিবারিক জীবন, কি আধাত্মজীবন সর্বত্রই পরিকল্পনার গুরুত্ব অপরিসীম।

প্রথমে পরিকল্পনা কি তা সহজভাবে বোঝা দরকার। ট্রেনিং দিতে যেয়ে জিজ্ঞাসা করেছি, প্ল্যান বা পরিকল্পনা বলতে আমরা কি বুঝি? উত্তর পেয়ে হতাশ হয়েছি। অনেকে প্ল্যান কি বলতে যেয়ে সোজা সাপটা ‘পরিকল্পনা’ বলেছে। সেই ধেনু মানে, “ধেনু এক ধরণের ধেনু” র মত ।

দোষটা তাদের না। আমাদের, কারণ আমরা তাদেরকে শেখাতে পারিনি। অনেকে আংশিক, অনেকে সুন্দর উত্তর দিয়েছেন।

আর একটা ব্লগে প্ল্যান বা পরিকল্পনা নিয়ে লিখব, ইনশাল্লাহ।

আমরা জীবনে অনেক কিছু অর্জনের জন্য স্বপ্ন দেখি। লক্ষ্য নির্ধারণ করি। আবেগে উদ্বেলিত হই। কিন্তু শেষ পর্যন্ত খুব কম সংখ্যক মানুষই পৌঁছাতে পারেন। এই না পৌঁছাতে পারার অনেকগুলো কারণের প্রথম কারণ বা ‘কারণে আউয়াল হচ্ছে প্ল্যান বা পরিকল্পনা করতে ব্যর্থ হওয়া। পরিকল্পনার অনেকগুলো স্তর বা রকম আছে এবং এর বাস্তবায়ন ও পরবর্তী পদক্ষেপ আছে। সেগুলোর আনুপুঙ্খিক বাস্তবায়নের অবর্তমানেই পরাজয় অবশ্যম্ভাবী হয়ে ।

মূল ম্যাসেজ হচ্ছে , কেউ জীবনে সুন্দর ভাবে প্ল্যান বা পরিকল্পনা করতে ব্যর্থ হলে ধরে নিতে হবে যে তিনি পরিকল্পতভাবে পরাজয়ের দিকে এগুচ্ছেন। তার পরাজয় দৈব, বা দুর্ভাগ্য বা কারো চক্রান্ত কোনটাই না। তার পরাজয়ের নায়ক সে নিজে

So, in every stage of life, to reach a desired destination, an aspiring person requires a good planning, its effective execution, close monitoring and needed measure. 

Categories: Uncategorized

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *