Make each Morning a Catalyst of Optimum Productivity.

Enjoy the concert of noises that penetrates your bedroom, your auditory organ. The early dawn street-sweeping sound, chirping of the birds, melancholic melody of Azan, sounds of different vehicles makes a unique symphony.

Don’t let it stress you. Stress can spoil your whole day. Rather take it easy. Enjoy the concert. This accepting the reality will keep your tone normal and favorable to ensure optimum productivity.

These sounds are uncontrollable. You can not stop it. Since you can’t stop it, try to make Lemonade from the Lemon.

These listening practices will gradually induce a habit of Meditation in you and you will delve deep to deeper: Gamma-Beta-Alpha-Theta-Delta brainwaves. A Heavenly ambience which will float you in peace and happiness. A condition, precondition to maximize output.

Wise is s/he who accepts the uncontrollable.

Imagine these sounds as wonderful, unique concert and you are lucky getting a Free Ticket to savor it.

ভোরের বৈচিত্র্যময় শব্দের ঐক্যতান উপভোগ করো।

তোমার বেডরুমে প্রবেশ করা আজানের আগে রাস্তা ঝাড়ু দেওয়ার মৃদু সন্তর্পণ শব্দ, প্রথম পাখির পাখা ঝাপটানো, প্রথম পাখির কিচির মিচির, কাকেদের মিটিং ডাকা,

মুয়াজ্জিনের মধুর কাতর আহ্বান, অরুণ রাগে রঞ্জিত হয়ে ভায়রো রাগের স্বরগুলোর পাখা মেলা, রিক্সা থেকে শুরু করে প্রাইভেট কার, বাস, ট্রাক, কাভারড ভ্যান, ঘণ্টা বাজানো স্কুলের ভ্যান, আকাশ পথে উড়ে যাওয়া বিমানের সুদূর শব্দ সহ নানা কিসিমের যানবাহনের বিচিত্র শব্দ, সব শব্দ মিলে এক বৈচিত্র্যময় রাগমালার ঐক্যতানে দিনের শুরু হয়।

এই শব্দগুলোকে দোষারোপ করে নিজের উপর চাপ নিয়ে দিন শুরু করো না। কারণ এর কোনটার উপরই তোমার নিয়ন্ত্রণ নাই। সেই বুদ্ধিমান যে যা কিছু “নিয়ন্ত্রণের বাইরে” তাকে অবলীলায়, অবহেলায় মেনে নেয়।

তার চেয়ে কল্পনা করো যে এই শব্দ সকল অপূর্ব, অপরুপ, বিস্বয়কর সমবেত সঙ্গীত এবং ফ্রি টিকেট পেয়ে তুমি একজন ভাগ্যবান শ্রোতা।

মন দিয়ে এর প্রতিটা শব্দ, প্রতিটা স্বর ও সুর উপভগ করো। প্রতিটা বেসুরো শ্রুতিকটু স্বরে মগ্ন হও।

দেখবে দিনটা সুন্দর হয়ে ধরা দেবে তোমার কাছে। সারাটা দিন কর্মচাঞ্চল্যে চপল পায়ে কেটে যাবে তুমি কোন ক্লান্তি টের পাবে না।

“বেসুরো বীণায় ব্যাথার সুরে বাঁধবো গো

পাষাণ বুকে নিঝর হয়ে কাঁদব গো।

কুলের কাঁটায় স্বর্ণলতার দুলব হার,

ফণীর ডেরায় কেয়ার কানন ফাঁদবো গো।“

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কিভাবে অসমকে সমতায় এনেছেন, বৈরিকে মিত্র করে মীড় আর গমকে ভরাট করেছেন উপরের গানটাকে !

Categories: Uncategorized

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *