পেশাজীবনে সাধারনতঃ “পয়সা”, “পজিশন” ও “পসার” এই তিন “প” ‘এর দিকে নজর থাকে অধিকাংশের যেমন একজন সংসারী নারীর নজর প্রধানতঃ থাকে তিন “স” ‘এর দিকেঃ স্বামী, সন্তান ও সংসার।
যদি তুমি কোনো কাজ তুলনামূলকভাবে “ভালো, দ্রুত ও স্বল্প খরচে করার পদ্ধতি” বাতলে দিতে পারো তাহলে প্রতিষ্ঠানে তোমার মূল্য বাড়বে।
তোমাকে Planning Meeting ও Quality Circle-এ অন্তর্ভুক্ত করে নেওয়া হবে। নিশ্চিত তোমার পদোন্নতি হবে কারণ তুমি ব্যাতিক্রমী একজন কর্মকর্তা হবে যাকে কোনো প্রতিষ্ঠান হারাতে চাইবে না।
Henry Ford ঘোষণা করেছিলেন, “যে আমার উৎপাদিত প্রতিটি গাড়িতে একটা NUT কম ব্যবহার করার কৌশল আবিষ্কার করে দেখাতে পারবে, আমি তাকে ৫০,০০০ ডলার পুরস্কার দেবো। “
Try to do something beneficial for your Organization. Promotion will drop down as dew drops down from the sky above.
তুমিও ব্যাতিক্রমী কিছু করার জন্য আজই লেগে পড়ো , প্রমোশন আর পয়সা তোমার পিছে লেগে পড়বে।
0 Comments