তোমার বন্ধুর চেয়ে যদি শত্রূর সংখ্যা বেশি হয় তাহলে এখনই সময় তোমার মানষিক দৃষ্টিভঙ্গী পরীক্ষা করার।
শত্রূ-মিত্র এ জন্য দায়ী না, দায়ী তোমার মানষিক দৃষ্টিভঙ্গী।
কারণ, উত্তরটা তোমার মনের গহীনে নিহিত আছে।
নিজেকে প্রশ্ন করো : আমি নিজে হলে কি আমার-গুণাবলী-সমৃদ্ধ আমাকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করতাম ?
আমি কি অন্যের অনুভূতিকে সন্মান করি ? নাকি আমি কিছু চিন্তা করি ? আমি কি অন্যের মাঝের ভালো দিকগুলো খুঁজি না খারাপ গুলো খুঁজে বেড়াই ?
কখনো কোনো সমস্যা হলে আমি কি তার সমাধানের পথ খুঁজি না কি বলির পাঁঠা খুঁজি বা গিট্টু দেয়ার চেষ্ঠা করি ?
উপরের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো, তাহলেই তুমি নিজেই বুঝতে পারবে অনেক বন্ধুর পরিবর্তে তোমার অনেক শত্রু কেন ?
মানুষের দোষ না খুঁজে, judgement না করে সবারে আপন করে নাও, দেখবে জীবন কত সুন্দর!
কুৎসিত কিছু দেখে অনুপ্রাণিত হয়ে কিছু করে ফেলো না। যার যার কর্মের ফল তাকে তাকে বইতে দাও।

পঞ্চ-কবির অন্যতম অতুলপ্রসাদ কত সুন্দর করেই না গেয়ে গেছেন:

“সবারে বাস রে ভালো,
নইলে মনের কালো ঘুচবে নারে।
আছে তোর যাহা ভালো ।।
ফুলের মতো দে সবারে।” (posted on 29.11.22)

এক একজন মানুষ এক একটা account-এর মতো। জীবনের বড়ো অর্জন হচ্ছে তোমার আমার মৃত্যুর পরে কতজন নীরবে অশ্রূ ঝরাবে।
পাবনার ঠাকুর অনুকূল চন্দ্র সুন্দর করে বলেছেন :

“মানুষ আপন টাকা পর,
যত পারিস মানুষ ধর। “

Let us try to minimize the gap and make the more friendship we can. Ego is our main enemy. Once we can discard Ego, it will be easy to build thousands of good connections. And this Age is the Age of Networking. Many of your problems will surely be solved by this Connections, if we can handle it properly.

রবীন্দ্রনাথ দিয়ে শেষ করি:
“যাহারা তোমার বিষাইছে বায়ূ, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের করিয়াছ ক্ষমা, তুমি কি বেসেছো ভালো ?”

Nazar-E-Zilani
CEO and Founder
Sharpener

Categories: Uncategorized

2 Comments

yeezy boost 350 · August 29, 2020 at 3:18 pm

I really wanted to send a brief remark so as to say thanks to you for those nice facts you are showing at this site. My considerable internet search has at the end been honored with pleasant facts and techniques to write about with my neighbours. I ‘d repeat that most of us website visitors actually are very much blessed to live in a perfect network with very many awesome people with useful tips. I feel somewhat lucky to have seen your weblog and look forward to tons of more pleasurable moments reading here. Thank you once more for all the details.

    admin · April 11, 2023 at 4:37 am

    thank you for the compliment.

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *