ভারতের পাঞ্জাবে জন্ম নেওয়া ও দেশভাগের পর মাতৃভুমি হারা হয়ে দিল্লীতে স্থায়ী হওয়া প্রবীণ সাংবাদিক কুলদীপ নায়ার মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ণ ইউনিভার্সিটি থেকে জার্নালিজমে উচ্চতর ডিগ্রী লাভ করেন।

অ্যামেরিকায় সংবাদিকতা পড়তে যেয়ে তার কাছে মনে হয়েছিলো এই পড়া নীরস, অর্থহীন। মনে করার মতো একটা ঘটনাই তাঁর মনে পড়েছিল যা আজকের অ্যামেরিকা’কে প্রতিনিধিত্ব করে। সেটা তিনি তাঁর বিখ্যাত বই “Between the Lines” এ লিখছেন এভাবে,

“শিকাগো’র জার্নালিজমের ছাত্র হিসেবে একটা প্রেস কনফারেন্স কভার করতে যেয়ে বক্তব্যরত একজন শিল্পপতিকে আমি জিজ্ঞেস করলাম যে পৃথিবীর অন্য দেশে অ্যামেরিকার সামরিক অস্ত্রের চাহিদা না থাকলে তা অ্যামেরিকার অর্থনীতির উপর কি প্রভাব ফেলবে?”

উত্তরে ঐ শিল্পপতি বলেছিলেন, ”We will always seek wars to keep our industry going.” অর্থাৎ, আমাদের শিল্পকে চালু রাখতে আমরা সবসময় যুদ্ধকে খুঁজে আনবো!”

ঐ শিল্পপতি ঠিকই বলেছিলেন। তারা অস্ত্র বিক্রি করার জন্য যুদ্ধ লাগানোর পরিকল্পনা টপ প্রায়োরিটি লিস্টে রেখেছে।

নজরুলের প্রেমের গান দিয়ে শেষ করি। পায়ে কাঁটা বিধিয়ে কষ্ট করে আসতে হবে না, আমিই বরং তার চরণে যেয়ে নিজেকে সমর্পণ করবো!

“সখি বলো বঁধুয়ারে নিরজনে
দেখা হলে রাতে ফুলবনে।

কে করে ফুল চুরি জেনেছে ফুলমালি
কে দেয় গহীন রাতে ফুলের কুলে কালি
জেনেছে ফুলমালি গোপনে।
…………………………………
ও পথে চোরকাঁটা সখি তায় বলে দিও
বেঁধেনা বেঁধেনা লো যেন তার উত্তরীয়।

এ বনফুল লাগি না আসে কাঁটা দলি
আপনি যাব আমি বঁধুয়ার কুঞ্জ গলি
বিকাব বিনিমূলে ও চরণে।”

এখন স্কুল, বাজার, প্রার্থনা গৃহ, রাস্তা কোথায় না তাদের ইন্ডাস্ট্রি সক্রিয়! সব কুঞ্জ গলিতেই অস্ত্রের ঝনঝনানি।

অ্যামেরিকানরা আজ নিজেরাই ম্যানুফাকচারার এবং নিজেরাই কনজুমার!!

Categories: Uncategorized

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *