Business Analysis

আমরা নফসের লালসার কাছে পরাভূত জলন্ত জাহান্নামে

  • Publish by: Nazar E Zilani
  • Publish date: December 31, 2024
আমরা নফসের লালসার কাছে পরাভূত জলন্ত জাহান্নামে

ভোগ, লোভ আর লালসার লাভা এমন ভাবে থাবা বসিয়েছে যে এর ফাঁদে পড়ে সুখ, শান্তি, নিদ্রাহারা হয়ে গেছি আমরা অনেকে।

The world has enough for everyone’s need, but not enough for everyone’s greed.

- Mahatma Gandhi

Play now, Pay later.
এখন খেলো, দাম দিও পরে।

Eat more, then join a Gym.
বেশী বেশী খাও, পরে ব্যায়ামাগারে যাও।

Purchase a Flat today and take 120 months to pay.
এখনই ফ্লাট কেনো, দশ বছর ধরে দাম শোধ করো।

ভোগবাদী প্রতারণার নয়ণ জুড়ানো কু’ডাক এগুলো। কারণ এ অপাংগ খর শর আমার সামর্থ্যের বাইরের নিষিদ্ধ সীমানায় পা দিতে ওসওয়াসা দেয়। নিজেকে দক্ষ করে উন্নত জীবনমান উন্নয়ন করায় কোনো নিষেধ নাই।

মুনাফার জন্য আমাকে প্রলুব্ধ করে ঋণের জালে আটকানো ফাঁদে একবার পড়লে বের হওয়ার পথ রুদ্ধ যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে পান্ডব অর্জুন-পুত্র অভিমুন্য চক্রবুহ্যে ঢুকার কৌশল শিখেছিল কিন্ত বের হবার সমরবিদ্যা শিখতে পারে নাই। পরিণতি হলো মৃত্যু।

ভোগ, লোভ আর লালসার লাভা এমন ভাবে থাবা বসিয়েছে যে এর ফাঁদে পড়ে সুখ, শান্তি, নিদ্রাহারা হয়ে গেছি আমরা অনেকে।

কর্ম আর ঋণের ভারে এমন ন্যূজ যে হতাশা, অবসাদ নিত্য সহচর।

নফসের একান্ত প্রয়োজন মেটাতে নিষেধ নাই। কিন্ত আমরা নফসের লালসার কাছে পরাভূত হয়ে এক জলন্ত জাহান্নামে বসবাস করি।

গোপনে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শে চলি। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ব্যাকপেইন সহ নানা অসুখ সুখের প্রতিনিধি হয়ে জেঁকে বসেছে।

একটু অভিনিবেশ আর জীবন দর্শনের এ্যাডজাস্টমেন্ট ফিরিয়ে দিতে পারে সে আনন্দের অরণ্য।

“The world has enough for everyone’s need, but not enough for everyone’s greed.”
Mahatma Gandhi