মা বাবা তাদের সামর্থ্য অনুযায়ী সন্তানদেরকে সাপোর্ট করে যান। কিন্তু দুঃখের বিষয় সন্তান স্কুল, কলেজ এমন কি বিশ্ববিদ্যালয় শেষ করেও চাকরী বা ব্যবসা না করতে পেরে বেকার বসে বসে মা বাবার কাছ থেকে টাকা এনে ঢাকায় ইচ্ছেমত জীবন যাপন করে এবং চাকরী খুঁজতে থাকে বছরে পর বছর। সন্তানের উচিৎ যত তাড়াতাড়ি সম্ভব মা বাবার কাছ থেকে হাত পেতে টাকা আনা বন্ধ করা। মানুষ দুইটা সাড়া জীবন কষ্ট করে সন্তানকে টাকা যোগান দিয়ে যান। তারা সন্তানের কথা ভেবে নিজেদের জীবনের সখ ভুলে শুধু ত্যাগই করে যান। সন্তানের উপলব্ধি তখনই হয় যখন মা বাবা আর দুনিয়ায় থাকেন না। তখন একমাত্র হাহাকার করা ছাড়া আর কিছুই করার থাকে না।
"তোমার ভাই কাজ করে খায়, সে তোমার চেয়ে ভালো।” -হযরত ঈসা (আঃ)
- Nazar E Zilani
"তোমার ভাই কাজ করে খায়, সে তোমার চেয়ে ভালো।” -হযরত ঈসা (আঃ)
"তোমার খাবার আসে কোথা থেকে?"
উত্তরে সেই লোক বল্লেনঃ
"আমার ভাই কাজ করে, সেই আমার খাবার যোগান দেয়।"
উত্তরে হযরত ঈসা (আঃ) বলেছিলেনঃ "তোমার ভাই তোমার চেয়ে ভালো।"
আমাদের দেশে অগণিত ছেলেমেয়ে লেখাপড়া শেষ করেও ফ্ল্যাট বা মেসে থেকে প্রতি মাসে মা বাবার কাছ থেকে টাকা এনে খরচ মিটায়।
ছেলে আমার লেখা পড়া শিখে মস্ত বড় চাকরী পাবে সেই আশায় মা বাবা কবর পর্যন্ত নিজের জীবনের সব সখ আহ্লাদ বিসর্জন দেন।
শুভংকরের ফাঁকি না মা বাবা জানেন, না ঐ ছেলে মেয়ে জানে।
এই লেখাপড়ায় বা যোগ্যতায় যে চাকরী হয় না, বা কিছু হলেও অনেক সাধনার পর তা ক্যাম্পাসে থাকতে কেউ বুঝে না।
সময় এসেছে কঠিন বাস্তব ভাবনা ভাবা।
লেখাপড়া শিখলে ঠিকভাবে শিখতে হবে। পড়ালেখার বাইরের প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে।
যে সাবজেক্টই পড়া হোক না কেন, আধুনিক প্রজুক্তি বা টেকনিক্যাল বিষয়ে যথাসম্ভব দক্ষতা থাকতে হবে।
ছাত্র জীবন থেকেই অর্থ উপার্জন করে মা বাবার কাছে হাত পাতা'র অভ্যাস বন্ধ করতে হবে।
মা বাবাকেও একটু বাস্তব দুনিয়া চিনতে হবে। পড়ালেখা কেন করাচ্ছেন? এর পরিণাম কি? সন্তান কি লেখাপড়ার পরও পরগাছা হয়ে গলায় ঝুলে থাকবে?
সেদিন একজন ছেলে আমার অফিসে একটা ডেমো দিতে এসেছিলেন। কথা বলে জানতে পারলাম তারা দুই ভাই একটা ফ্ল্যাটে ভাড়া থাকেন।
তাঁর বড় ভাই কয়েক বৎসর আগেই পড়াশুনা শেষ করে এখন চাকরী খুঁজছে।
কেউ তাঁর বড় ভাইকে এখনও কিছু টাকার বিনিময়ে কিনতে আগ্রহী না!!
নিজেকে চাকর হিসেবে বিক্রি করতে না পেরে এখনও বড় ভাই মা বাবার কাছ থেকে টাকা এনে রাজধানীতে রাজকীয় জীবন যাপন করে।
আত্মসন্মান বোধ তলানির কোন যায়গায় ঠেকলে একজন মানুষ সাবালক হয়েও নির্লজ্জের মতো মা বাবার কাছে হাত পেতে টাকা এনে নবাবী করে!!
উল্লেখ্য, একজন অশিক্ষিত ভ্যানওয়ালাও কারওয়ান বাজার থেকে সবজি, মাছ, পিয়াজ, রশুন,মৌসুমী ফল ইত্যাদি বিক্রি করে মাসে ৩০ থেকে ৫০ হাজার টাকা ইনকাম করে।
আমরা তো আবার পায়ের কাঁদা মাটি ধুয়ে মোজা পরা শিখেছি,
গলায় টাই বান্ধা শিখেছি।
আমাদের কি আর যে সে কাজ করা মানায়!!