কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছ। বাড়ি থেকে টাকা আসছে। কোথা থেকে মা বাবা টাকা জোগাড় করে পাঠায় তা কি জানো? ছোট ভাই বোন কীভাবে তাদের লেখাপড়া, জীবন চালায় তা কি মনে পড়ে? তুমি শহরের চৌকশ আড্ডায় সময় নষ্ট করছ। কিন্তু বাস্তব দুনিয়া সম্পর্কে কোনই খবর নেই। ছাত্র জীবন শেষ হলেই গায়ে প্রখর রোদের তাপ এসে গায়ে লাগে। একটা চাকরীর জন্য দুয়ারে দুয়ারে ঘুরতে হয়।
তোমার বাড়ি থেকে যে টাকা আসে তার উৎস কি?
- Nazar E Zilani
তোমার জীবনের লক্ষ্য কি আর কোথায় চলেছ?
"সবার মাঝে আমি ফিরি একেলা,
কেমন করে কাটে সারাটা বেলা?
ইটের পরে ইট, মাঝে মানুষ-কীট,
নাইকো ভালবাসা, নাইকো খেলা।"- রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার বাড়ি থেকে যে টাকা আসে তার উৎস কি?
বাবা-মা’র চাকরী বা ব্যবসার উপার্জনের টাকা, বা
খেত-খামারের ফসল বেচা টাকা, বা
মাছ-তরকারি-ফল বেচা টাকা, বা
মায়ের হাতের বালা বেচা বা গরু বেচা টাকা, বা
জমি বন্ধক বা বিক্রির টাকা, বা
ব্যাংক থেকে চড়া সুদে নেওয়া টাক্ বা
মহাজনের কাছ থেকে চক্র বৃদ্ধি হারে সুদে নেওয়া টাকা, বা
NGO থেকে লোন নিয়ে কিস্তির তারিখে টাকা দিতে না পারার জন্য বাড়ি ছাড়া টাকা, বা
ছোট ভাই বোনদেরকে বঞ্চিত করে পাঠানো টাক্ বা
অন্ন বস্ত্রের সাথে আপস করা টাকা…
সে টাকায় তুমি কি করো??
শহরের হোস্টেলে বা বনেদি মেসে বা ফ্ল্যাটে তুরীয়ানন্দে তারিয়ে তারিয়ে অপচয় করছ সে টাকা।
আড্ডা, প্রেম, আজেবাজে কাজে সময় নষ্ট।
পরীমনির প্রেম নিয়ে তোমার ভাবনা
নেটফ্লিক্সে ২০২৫ সালের Back in Action সিনেমার সমালচনা
তারাবি ৮ রাকাত না ২০ রাকাতের বাহাস
সুনিতার মহাকাশে ৯ মাস আটকা থাকায় উদ্বেগ
ইন্টার্ভিউতে পাশ করার পরিক্ষিত সুত্র
কোন দুয়া পড়লে টাকা আসতেই থাকবে
আহমদ সফা, আব্দুর রাজ্জাক, সলিমুল্লা খান
এমন হাজার ফালতু, বস্তাপচা জিনিশ ঘেঁটে সময় কাবার করো তুমি!
আসলে তুমি তিল তিল করে ধ্বংস করছ তোমার সময়, টাকা, সুযোগ, সম্ভাবনায় ভরা উদ্যমী যৌবন, তোমার পরিণতি।
অথচ, মা বাবা তোমার মুখের পানে তাকায়ে প্রহরে প্রহরে দৃষ্টি ক্ষয় করছেন।
কথা ছিল তুমি পড়াশুনা করে ভালো CGPA অর্জন করবে। সেখানে তুমি নোট আর পিপিটি ‘র দিকে পিটপিট করে তাকায়ে পরিক্ষা দাও। টেক্সট বই কেনার টাকা এনেও তুমি মুল বইয়ের ধারে কাছেও যাও না, যাও নীলক্ষেত।
জেনে গেছো নিশ্চয়ই, শুধু CGPA ‘তে চাকরী হয় না। উচ্চ IQ চাকরী পাওয়ার জন্য যথেষ্ট না। EQ দরকার। Emotional Intelligence, Emotional Competence. নানা ধরনের Skills দরকার ভালো একটা চাকরী জোগাড় করতে।
তোমার হাতের স্মার্ট ফোনেই আছে অনেক স্কিল তৈরির সুযোগ। তুমি সুযোগ নাও অন্ধকারের।
দোষ দাও যে, চাকরী নেই। মামা চাচা, টাকা না হলে চাকরী হয় না। ওদিকে চাকরীদাতারা “যাহা চাই তাহা পাই না…” করে করে হয়রান।
শুধু নিজের অমিত সম্ভাবনা কবর দিলেও কষ্টের হিমবাহের আয়তন বাড়ত না। কিন্তু তুমি তো কবর দিচ্ছ মা বাবা ভাই বোন সহ অনেক আপনজনদের।
তুমি নৌকা ডুবি’র খেলায় না, তুমি হেলায় ডুবাচ্ছ টাইটানিক।