বর্তমান জীবন আল্লাহ রব্বুল আলামীন এ জন্যই দিয়েছেন যে আমরা এই জীবন যাপনের উপযুক্ত। আমাদেরকে উপযুক্ত বিবেচনা করে আল্লাহ রব্বুল ইজ্জত যে জীবন দিয়েছেন তখন সে জীবন নিয়ে আফসোস আহাজারি করা সেই মহামহিমের সাথে বিরুদ্ধাচারণ করার সামিল না?
We are bestowed with this life because we are strong to live it.
- Nazar E Zilani
We are bestowed with this life because we are strong to live it.
আমাদের বর্তমান জীবন আল্লাহ রব্বুল আলামীন এ জন্যই দিয়েছেন যে আমরা এই জীবন যাপনের উপযুক্ত।
আমাদেরকে উপযুক্ত বিবেচনা করে আল্লাহ রব্বুল ইজ্জত যে জীবন দিয়েছেন তখন সে জীবন নিয়ে আফসোস আহাজারি করা সেই মহামহিমের সাথে বিরুদ্ধাচারণ করার সামিল না?
আল্লাহ রব্বুল আলামীন তো কুরআনে ঘোষণা করেছেনঃ
"আল্লাহ মানুষকে তার সাধ্যের বাইরের বোঝা চাপান না।" সুরা বাকারা
অর্থাৎ, মানুষ যতটুকু দায়িত্ব বহনের উপযুক্ত আল্লাহ রব্বুল আলামীন ততটুকু দায়িত্বই পালন করতে দেন।
এ বাণী বিশ্বাস করলে বর্তমান জীবন নিয়ে আহাজারি করা, অসন্তোষ প্রকাশ প্রকারান্তরে আল্লাহর বিরুদ্ধেই অবস্থান নেয়া।
এমতাবস্থায় একজনের ঈমান, তাকওয়া, তাওয়াককুল, এখলাস কোথায় থাকে?