Soft Skills

সফলতার জন্য আল্লাহকে রাজী করাতে হবে।

  • Publish by: Nazar E Zilani
  • Publish date: July 08, 2025
সফলতার জন্য আল্লাহকে রাজী করাতে হবে।

সফলতার জন্য শুধু কাজ করলেই হবে না। সফলতার ইচ্ছেটা জায়েজ হতে হবে। আল্লাহ্‌ ইচ্ছে করলেই কেবল তা পুরন হবে। আল্লাহ্‌র ইচ্ছে হতে হলে আল্লাহকে রাজী খুশী করতে হবে। আল্লাহকে রাজী খুশী করার একমাত্র পথ হচ্ছে কোরআন ও সুন্নাহের অনুসরণ।

আল্লাহ্‌ রাজী হলেই জায়েজ ইচ্ছা পুরন হবে, ইনশাল্লাহ!

- Nazar E Zilani

"সফলতা" চাইলেই হবে না।
চেষ্টা তদবির করলেও হবে না।
"যতক্ষণ না আল্লাহ্‌ রাজী খুশী হন" ততক্ষন সে খাহেশ পূর্ণ হবে না।
আল্লাহ্‌ না চাইলে আমি হাজারো চেষ্টা করলেও তা আমার নসিবে জুটবে না।
নেক মাক্সুদ বা হালাল মনোবাঞ্ছা পুরন করতে হলে "আল্লাহ্‌র ইচ্ছা" হওয়া লাগবে। সে জন্য দরকার "আল্লাহকে রাজী খুশী করা।" পাশাপাশি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করা।
আর আল্লাহকে রাজী খুশী করার একমাত্র উপায় "কোরআন ও সুন্নাহর পাবন্দি" করা।
আল্লাহ্‌ রাজী হলেই জায়েজ ইচ্ছা পুরন হবে, ইনশাল্লাহ!