পেশাজীবনে একটু উন্নতির জন্য, ব্যক্তি বা পারিবারিক জীবনে একটু স্বস্তির জন্য সারাদিন-রাত কত ফিকির ‘ই না করছি আমরা।

ভালো পরিবর্তনের জন্য নিজেকে ঘষামাজা করা আবার কুট-কৌশল, ষড়যন্ত্র, পিছন থেকে কাউকে ল্যাং মারা ইত্যাদি সহ কি না হচ্ছে!

আসলে পেশাজীবন সহ সব ক্ষেত্রেই উন্নতির তরীকা একটাই। দ্বিতীয়টা আত্ম-হননের।

কঠোর পরিশ্রম, জ্ঞান-দক্ষতা-অভিজ্ঞতায় সমৃদ্ধ হওয়া, আর মৌন-স্তব্ধ পাহাড়ের মতো ধৈর্য ধারণ করে কাজ করে যাওয়া।

“ওরা চিরকাল,
টানে দাঁড়, ধরে থাকে হাল
ওরা মাঠে মাঠে
বীজ বোনে, পাকা ধান কাটে-
ওরা কাজ করে
নগরে প্রান্তরে।”- রবীন্দ্রনাথ ঠাকুর

দুই ধরণের মানুষ পেশাজীবনে উন্নতি লাভ করতে পারে না।

১) যারা ততটুকুই করে যতটুকু করতে বলা হয়।

২) যারা ততটুকুও করে না যতটুকু করতে বলা হয়।

তাহলে ?

বলা দুষ্কর কোনটা বেশি হতাশাব্যঞ্জক। এক চাকুরী থেকে অন্যটায় ঘুরপাক খাওয়া, কারণ প্রথমেই হবে পেশাজীবনের-শিরোচ্ছেদ অথবা জীবনের একই ঘাঁটে নোঙ্গর ফেলে দীর্ঘশ্বাস ফেলা।

প্রথমটা যা করতে বলা হয়েছে শুধু তাই করার ফল, দ্বিতীয়টা যা করতে বলা হয় তাও না করার ফল।

Categories: Career Growth

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *