Tips and Tricks

Networking

  • Publish by: Nazar E Zilani
  • Publish date: July 12, 2025
Networking

নেট ওয়রকিং করার আগে সম্পর্ক তৈরির করার কলা কৌশল জানতে হবে। মানুষের আচরণের পিছনের অবচেতন মনের চিন্তা যদি স্টাডি করতে না পারি তাহলে প্রচুর সময় নষ্ট হবে কিন্তু সেই সম্পর্ক কোন কাজে লাগবে না।

"যে রাগ করে চলে যায়, সে ফিরে আসে। আর, যে হেসে চলে যায়, সে আর ফেরে না। সুতরাং, হাসি চিনতে শেখো।"

- Nazar E Zilani

জীবনে সফলতার সাথে নেট ওয়ার্কিং বা মানুষের সাথে সম্পর্ক গুরুত্বপূর্ণ।

সমাজে নেট ওয়ার্কিং নিয়ে অনেক আলোচনা হয়, ট্রেনিংও হয়।

কিন্তু, কারো সাথে, কেন সম্পর্ক তৈরী করতে হবে, সে সম্পর্ক সত্যিকারে উপকারে আসবে কি না তা বুঝতে পারা অনেক গুরুত্বপূর্ণ।

জীবনের শাপদ সংকুল পথ চলতে যেয়ে নানা অম্লমধুর অভিজ্ঞতা হয়েছে আমার যা যে কোনো কেতাবি কথা বা ট্রেনিং 'এর বাণীর চেয়ে অনেক অনেক দামী।

"যে রাগ করে চলে যায়,
সে ফিরে আসে।
আর, যে হেসে চলে যায়,
সে আর ফেরে না।
সুতরাং, হাসি চিনতে শেখো।"