Life hacks

Need saves but Greed destroys.

  • Publish by: Nazar E Zilani
  • Publish date: August 20, 2025
Need saves but Greed destroys.

মানুষের প্রয়োজনীয় চাহিদা পূরণের জন্য সম্পদ আহরণ দোশের কিছুই না। কাঙ্ক্ষিত চাহিদা পূরণকে মানুষ সাফল্য বলে অভিহিত করে। তবে অতিরিক্ত পাওয়ার আকাঙ্ক্ষাকে লালসা বলে। লালসা একটা বিরাট অসুখ। সমাজ সংসার থেকে সভ্যতা পর্যন্ত ধ্বংস হতে পারে মানুষের মাত্রা অতিরিক্ত লালসা।

সাফল্য আর লালসার মধ্যে আসমান জমিন ফারাক

- Nazar E Zilani

সাফল্য আর লালসার মধ্যে আসমান জমিন ফারাক।
আমরা অনেক সময় অনেকেই এই দুইকে এক করে নিজের জীবন জাহান্নাম বানাচ্ছি আর ললাটে করাঘাত করে উপরওয়ালাকে নালিশ জানাচ্ছি!
নবী করীম (সাঃ) বলেনঃ
"আল্লাহ্‌র শপথ!
আমি তোমাদের জন্য দারিদ্রতার আশঙ্কা করি না;
বরং আমি আশঙ্কা করি যে, তোমাদের কাছে দুনিয়ার প্রাচুর্য এসে যাবে, যেমন তোমাদের পূর্ববর্তীদের কাছে এসেছিলো;
তখন তোমরা তা লাভ করতে পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হবে, যেভাবে তারা লিপ্ত হয়েছিলো।
এ ধনসম্পদ তাদেরকে যেভাবে ধ্বংস করেছিলো, তোমাদেরকেও তেমনই ধ্বংস করে দেবে।"
সহিহ বুখারি ও সহিহ মুসলিম।
আয়নার মতো পরিষ্কার এ জামানার হালহাকিকত!
বুদ্ধিমানদের জন্য সাবধান হতে এই হাদিসই যথেষ্ট।