যে সন্তানের জন্য আমরা দিবা নিশি কঠোর পরিশ্রম করি সেই সন্তান জন্মের পর আমরা কমই গুরুত্ব দিয়ে থাকি। কখনো কখনো সংসার সন্তানের জন্য হালাল পথ ছেড়ে হারাম পথে উপার্জনে নামি! জীবনের এক পর্যায়ে এসে দেখা যায় জীবনটাকে শুধু অপচয় করেই শেষ করা হয়েছে। তাই, সময় শেষ হওয়ার আগেই গুরুত্বপূর্ণ বিষয়ে নজর দেওয়া বুদ্ধিমানের কাজ।
পশু জন্মেই পশু। কিন্ত মানবশিশুকে মানুষ হয়ে উঠতে হয়।
- Nazar E Zilani
যদি দুঃখে দহিতে হয়, তবুও মিথ্যা চিন্তা নয়
যদি দৈন্য বহিতে হয়, তবু মিথ্যা কর্ম নয়“-রবীন্দ্রনাথ
যে নৃশংস পদ্ধতিতে আজকাল মানুষ মানুষকে হত্যা করছে তা আয়্যিয়ামে জাহিলিয়াতে বা বর্তমান দুনিয়ার কোন বর্বর দেশেও হয় কি না আমার জানা নেই।
হত্যাকারিদের থেকেও বেশী নজর দেওয়া দরকার তাদের পিতা, পিতামহ, প্রপিতামহদের দিকে।
সন্তান জন্মদান আমাদের এ দেশে উৎসবের মতো মনে হয়!!
কারণ, সন্তান জন্মদানের চেয়ে সন্তানকে সুসন্তান বা মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা যে এক মহান ও পবিত্র দায়িত্ব তা হয়তো আমরা অনেকেই ভুলে গেছি বা জানি না।
অথচ, জীবনের সাফল্য, সুখ ও শান্তির অন্যতম অণুঘটক হচ্ছে এই সন্তানেরা। কারণ, সংসার সন্তান সন্তান করে আমরা অহর্নিশি পরিশ্রম করে করে ক্লান্ত এবং অনেকেই অধিকাংশ সময় হালালের সীমা অতিক্রম করে হারাম উপার্জনের পথে পা বাড়াই।
এটা সহজেই অনুমেয়, সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলার সমতুল্য দ্বিতীয় কোন কাজ নেই। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেকেই মানব সাবকের জন্মের পর কমই গুরুত্ব দিয়ে থাকি।
সন্তান যদি অমানুষ হয়ে সমাজের উপর জুলুম করে তাহলে কি আমরা প্রকারন্তরে "জালিমের বাবা জালিম" হিসেবে বিবেচিত হবো না?? আল্লাহ্ সন্তানের মতো নিয়ামত দান করলেও আল্লাহ্ এবং সমাজ এই লাইসেন্স দেয় নাই যে আমরা রাস্কেল তৈরি করে সমাজের শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবো।
মানব শিশুর সাথে পশু শাবকের পার্থক্য এখানেই।
পশু জন্মেই পশু।
কিন্ত মানবশিশুকে মানুষ হয়ে উঠতে হয়।
মানুষ করতে হয়। মানুষ করা জানতে হয়। শুধু জন্ম দেওয়া জানলেই হয় না !! জন্ম দেওয়া আর বাবা-মা হওয়া এক না।
অপকর্মকারীদের বাবা-মায়েরা শুধু জন্ম দেওয়ার প্রক্রিয়াটাই হয়তো জানে, মানুষ করার মন্ত্রটা জানে না। হয়তো তারা নিজেরাই মানুষ পর্যায়ের না !
এরা কিন্ত সমাজের “Tips of the iceberg”, বা হিমশৈলের চূড়া। মাত্র দশ ভাগের এক ভাগ পানির উপর দেখা যায়। বাকি নয় ভাগ পানির নিচে।
বাকিরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছারপোকার মতো লুকিয়ে আছে।
নীতি নৈতিকতা আদর্শ মূল্যবোধের পাঠ নেওয়া, চর্চা করা ও
পরিকল্পিতভাবে পরবর্তী প্রজন্ম তৈরী করতে এখনই পরিকল্পনা করার মোক্ষম সময় । নইলে সলিল সমাধিই একমাত্র পরিণতি।
টাইটানিক তৈরির পর এর তৎকালীন বিশালতা দেখে দেমাগ জেগেছিলো উদ্যোক্তাদের মনে।
অলক্ষ্যে হেসেছিলো নিয়তি।
টাইটানিক ডোবার পর মজার একটা Alliteration যোগ হলো ইংরেজি সাহিত্যে। “Who could think that the Titanic would sink in the Atlantic Ocean ?”
সতর্ক হওয়ার সময় পার হয়ে যাচ্ছে।
"আসসালাতু খায়রুম মিনান নাউম।"
ঘুম থেকে নামাজ উত্তম।