দেশের সীমানার স্বাধীনতা আসল স্বাধীনতা হয় না যতক্ষণ না পর্যন্ত অর্থনৈতিক স্বাধীনতা অর্জিত হয়। নিজেকে তৈরি করলে অর্থনৈতিক স্বাধীনতা আসবে, কারো কাছে হাত কচলাতে হবে না, মেরুদণ্ড বাঁকা করতে হবে না। অন্যের কাছে হাত পাতার চেয়ে নিকৃষ্ট পরাধীনতা আর কিছুই নেই।
"কারো কাছে হাত কচলাবো না। মেরুদণ্ড বাঁকা করবো না।"
- Nazar E Zilani
বাবা বলেছিলেন, "তুমি ভেঙ্গে যাও তবুও মচকাও না!"
আমি মচকাই না।
এই হাতে বাদাম বেচবো, ইট ভাঙবো তবুও
"কারো কাছে হাত কচলাবো না।
মেরুদণ্ড বাঁকা করবো না।"
মেরুদণ্ড বাঁকা শুধু একজনের কাছেই করবো সেটা রুকু এবং সেজদায়।
আপনি আমার সিনিওর তাই আপনাকে আমি সন্মান,
সমীহ করবো,
আপনার আগে আগে হাঁটবো না,
আপনার আগে চেয়ারে বসবো না,
আপনার কণ্ঠের উপর স্বর তুলে কথা বলবো না, তবে
আমার কাছে হাত কচলানো,
জেলিফিশ হয়ে গদগদ জি স্যার,
হ্যাঁ স্যার হবে না,
আপনার বাসার খবর অফিসের কাজের আগে গুরুত্ব পাবে না তবে প্রয়োজনে সহমর্মিতা থাকবে।
আপনার পছন্দের খাবার,
পোশাক ইত্যাদি নিয়ে তেলামি হবে না।
অমুক জায়গার রসগুল্লা, তমুক জায়গার মাছ, ফলফলালির নজরানা আমির দ্বারা হয় না।
অফিসের পরে গুজুর গুজুর ফুসুর ফুসুর হবে না।
কাজ ১০০%+ হবে ইনশাল্লাহ।
প্রথম চাকরী ১২ বৎসর করেছি। এমনি করে ৮, ৫,৬ ৮ বৎসর এক এক যায়গায় চাকরী করেছি। মেরুদণ্ড বাঁকা করি নাই। তেল মালিশ করি নাই।
স্বাধীনতা বলতে আমি প্রচলিত স্বাধীনতা বুঝি না।
আমার কাছে স্বাধীনতা মানে বাবার শেখানো সেই বিখ্যাত ইংরেজিঃ
"One is free to do whatever s/he likes provided s/he infringes not the equal rights of others."
আমি ঠিক সেইভাবে আমার মাথা উঁচু করে চলবো তবে কারো কোন সীমানা লঙ্ঘন করবো না।
আল্লাহ্ কারো কাছে হাত পাতান না।
কারো কাছ থেকে ধার কর্জ নেই না।
কোন দোকান থেকে বাকী খাই না।
কাউকে ধার দেই না, যদিও কর্জে হাসানা আমি জানি,
কেউ টাকা চাইলে ১০ এর যায়গায় ৩-৫-৭ দিয়ে দেই। মনে মনে অধিকার ছেড়ে দেই। ওটা ধার না। ফি সাবিলিল্লাহ। সাদকায়ে জারিয়া।
আমার পরিচিত মুসলমানদেরকে দেখে দেখে ঠকেছি, ঠেকেছি তাই এই পথে হাঁটি।
টাকা ধারের তীব্র তিতা অভিজ্ঞতা আমার আছে। তাই "টাকা এবং সম্পর্ক" দুইটাই হারাতে চাই না।
মাথা আর মেরুদণ্ডতো বাঁকা আর নত কখনই না!!
#money #Respect #office #father