যুব সমাজকে নীতি নৈতিকতা মুল্যবোধে উন্নত করে না তুললে আমাদের দেশের এই অধঃপতন থেকান সম্ভব না। প্রাকৃতিক ভাবে যে রুপান্তর ঘটে তা মানুষের বহিরাবরনেই শুধু। কিন্তু মানুষের মানসলোকের পরিবর্তন না হলে সমাজ ও জাতিগতভাবে আমরা পিছনেই রয়ে যাবো।
কিন্তু "আশরাফুল মাখলুকাত" হিসেবে মানুষের মনোজগতে যে পরিবর্তন দরকার তার জন্য দরকার স্টেপ বাই স্টেপ গাইড করা
- Nazar E Zilani
Transform Your Vision.
আমাদের প্রিয় এই দেশকে অধঃপতন থেকে রক্ষা করতে হলে একমাত্র উপায় অসততা, অন্যায়, অবিচার, অনাচার, বেইনসাফি, বেহায়াপনা থেকে উত্তরণ করে আমুল "রুপান্তর" বা Transformation করা যার গুরুদায়িত্ব আমাদের সম্ভাবনাময় তরুণদের কাঁধে।
প্রাকৃতিক ভাবে যে Transformation বা রুপান্তর ঘটে আমাদের জীবনে তা অর্গানিক (organic), যেখানে রুপান্তর ঘটে বহিরাবরণে। চুল দাঁড়ি পাকে, অনেক পুরুষের মাথায় টাঁক পড়ে, শরীরের চামড়া কুঞ্চিত হতে থাকে, ঋজু, শালপ্রাংশু শরীর ন্যুজ হয়ে পড়ে, চোখে চশমা বসে, দাঁত ফোকলা হয়ে মাতাল হাসি ম্লান হয়ে পড়ে।
কিন্তু "আশরাফুল মাখলুকাত" হিসেবে মানুষের মনোজগতে যে পরিবর্তন দরকার তার জন্য দরকার স্টেপ বাই স্টেপ গাইড করা।
চৈতন্যে প্রাজ্ঞতার ছাপ পড়ে। নানা skill 'এ দক্ষ হয়ে ওঠে কিছু মানুষ।
ধীরে ধীরে তাঁরা অন্যের থেকে আলাদা হয়ে ওঠেন। যেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেইঃ
"উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর!
মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর!"
প্রকৃতি, পরিবেশ, সহবত, শিক্ষা প্রতিষ্ঠান, বই পুস্তক পড়া, ট্রেনিং বা মেন্টরিং এসবের মাধ্যমে মানুষের অন্তর্জগতে চন্দ্রকলার মতো পরিবর্তন আসে। শুভ পরিবর্তন পূর্ণিমার উন্মাদ করা উদ্বেল আলোয় ভাসিয়ে নিয়ে যায় আমাদেরকে কল্যাণের পথে, পূর্ণতার পথে।
Sharpener দেশের যুব মানসে নীতি নৈতিকতা মুল্যবোধ জারিত সাফল্যময় রুপান্তর নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে দীর্ঘ দিন।
৭ম বর্ষ সফলভাবে অতিক্রম করে ৮ম বৎসরের প্রথম দিনে পা রাখল শার্পনার।
সব সহযোগীদেরকে অকুণ্ঠ শ্রদ্ধা এবং আগামির সফলতার জন্য উৎসাহের আবেদন করছি।
"মানুষ মরে গেলে পঁচে যায়, বেঁচে থাকলে বদলায়
কারণে-অকারণে বদলায়”
জেলে বসে লেখা "কবর" নাটক, মুনীর চৌধুরী
#life #education #world #organic #transformation #future