সস্তা হয়ো না। নিজের মুল্য বাড়াও। মুল্য বাড়ানোর ৪ উপায় অবলম্বন করো। নইলে টাকার অবমূল্যায়নের মত তুমি সস্তা হয়ে যাবে। নিজের দাম বাড়াও। বাজারে তোমারও দাম বাড়বে। সময় দাও। অস্থির হইয়ো না। তোমার মুল্য না বাড়ালে ছ্যাবলার মতো শুধু মানুষের পিছে পিছে, দ্বারে দ্বারে ঘুরতে হবে। কেউ দাম দিবে না। সুতরাং, সময় ও শক্তি নষ্ট না করে নিজের জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা বাড়াতে কাজে লাগাও আর একটু নিজেকে প্রবোধ দাও। সবর করো।
"তোমার কাছে কারো পৌঁছানোর মুল্য তোমাকেই নির্ধারণ করতে হবে।"
- Nazar E Zilani
তোমার কাছে কারো পৌঁছানোর মুল্য তোমাকেই নির্ধারণ করতে হবে।
"তোমার চাহিদা" র চেয়ে যদি
"তোমার যোগান" হেলাফেলায় বেশী হয়ে যায়
তখন টাকার অবমূল্যায়নের মত তুমি সস্তা হয়ে যাবে।
আত্মসন্মান, আত্মমর্যাদা নিয়ে দূরত্ব বজায় রাখো। লোকাল বাসের মত কেউ হাত তুললেই দাঁড়ায়ে যেওনা।
মুল্য বাড়ানোর ৪ উপায়ঃ
১। নিজের জ্ঞান বৃদ্ধি। জ্ঞান তিন রকমেরঃ
(ক) পাঠ্য বিষয়ে। বিবিএ, এমবিএ, এমএ ইত্যাদি ক্লাসে পড়া বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা।
(খ) চাকুরিস্থলে যে ডিপার্টমেন্টে কাজ করছো সেই বিষয়ে গভীর জ্ঞান রাখা যাতে সহকর্মী বা জুনিওর সহকর্মীদের শ্রদ্ধা মিশ্রিত আনুগত্য ও ভালবাসা তৈরি হয়।
(গ) সাধারণ জ্ঞান। চারিদিকের ঘটে যাওয়া বিষয়ে ধারণা থাকা একজন সচেতন মানুষের স্বাভাবিক লক্ষণ। সাধারণ কর্মকর্তা অথবা একজন লিডার হলে এই সাধারণ জ্ঞান তোমাকে অসাধারণ হিসেবে উপস্থিত করবে।
এর জন্য অতিরিক্ত পরিশ্রম বা পড়াশুনার প্রয়োজন হয় না। যা দরকার তা হচ্ছে চারিদিকে চোখ কান খোলা রাখা।
২। অভিজ্ঞতা বাড়ানো। কাজগুলো যত্নের সাথে, আন্তরিকভাবে করলে নিশ্চিত অভিজ্ঞতার ঝুড়ি ভারি হবে।
অভিজ্ঞতা মানে ভালো কাজ বুঝা 'ই না। কাজটা না হলে অন্যের বয়ান না শুনে নিজে উপলব্ধি করা কেন কাজটা হয় নাই। না হওয়ার কারণ কি Controllable Variable না Uncontrollable Variable ছিল? কাজটা লক্ষ্যের অতিরিক্ত অর্জনের কারণ কি?
৩। দক্ষতা বৃদ্ধি। একটা কাজ বার বার করলে সেই কাজের অভিজ্ঞতার সাথে সাথে দক্ষতাও বাড়বে। শুধু কাজ'ই না, সিদ্ধান্ত নিতে নিতে এমন দক্ষতা তৈরি হবে যে একেবারে আনকোরা একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে সহজাতভাবে সিদ্ধান্ত এসে যাবে এবং তা সঠিকই হওয়ার সম্ভাবনা সমধিক।
৪। পড়াশুনার অভ্যাস বাড়ানো, ধরে রাখা বা তৈরি করা। পড়াশুনার জন্য সময়ের অভাব জাতীয় অজুহাতের বদলে নিজের Time Management কীভাবে হচ্ছে তার দিকে নজর দিলেই হবে।
আমার পেশাজীবনের ব্যাস্ততম সময়েও, এমনকি দেশ দেশান্তরে ভ্রমণের সময়ও আমার পড়াশুনা বেড়েছে বই কমে নি।
আমার বইয়ের পড়া পৃষ্ঠার সই, সময়, তারিখ ও স্থানের দিকে তাকালেই পরিষ্কার আমি কোথায়, কখন বই পড়েছি।
আর কিছু নোট লিখা থাকে আমার পড়া বইতে যা আমার নিজের কাজে লাগবে বা আমার পরবর্তী প্রজন্মের কাজে লাগবে।
এই জন্য একটা নতুন কেনা বইয়ের দাম ৫০০ টাকা হলে আমার পড়ার পর, নোট সহ, ঐ বইয়ের দাম আমার কাছে ৫ লাখ টাকা যে কারণে আমি আমার পড়া বই আমি কারো কাছে হস্তান্তর করি না বরং প্রয়োজনে একটা নতুন কপি কিনে উপহার দিতে রাজী।
নিজের জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা বাড়াও। বাজারে তোমারও দাম বাড়বে।
সময় দাও।
অস্থির হইয়ো না।
তোমার মুল্য না বাড়ালে ছ্যাবলার মতো শুধু মানুষের পিছে পিছে, দ্বারে দ্বারে ঘুরতে হবে। কেউ দাম দিবে না।
সুতরাং, সময় ও শক্তি নষ্ট না করে নিজের জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা বাড়াতে কাজে লাগাও আর একটু নিজেকে প্রবোধ দাও।
সবর করো।
#টাকা #জ্ঞান #অভিজ্ঞতা #শক্তি
Nazar E Zilani
CEO and Founder, Sharpener