কেউ কল্পনাও করতে পারে নাই যে প্রশিক্ষণ বিমান উত্তরা মাইলস্টোন স্কুলের উপর আছড়ে পড়বে। এতগুলো বাচ্চা আগুনে ঝলসে মারা যাবে। একটু পর ছুটি হলে বাসায় যেতো বাচ্চাগুলো। আমরা যারা পৃথিবীতে অনেক সময় পার করে ফেলেছি, অনেক পাপ, অনেক অপরাধ করে ফেলেছি আমরা কোন ঘটনা, দুর্ঘটনায় মারা গেলে স্বাভাবিকই মনে হতো। কিন্তু এই নিস্পাপ, মাসুম বাচ্চাগুলো কেন এভাবে দুনিয়া থেকে বিদায় নিলো? এর উত্তর একমাত্র সেই মহাপরিকল্পনাকারী, মহামহিম আল্লাহই জানেন। তবে এই দুর্ঘটনার মাঝে আমাদের সবার জন্য একটা মেসেজ আছে। যিনি ঐ মেসেজ বুঝতে পারবেন এবং নিজের জীবন সেইভাবে পরিচালিত করবেন তিনিই বুদ্ধিমান, প্রাজ্ঞ।
"আল্লাহ্ এই দুর্ঘটনার মধ্য দিয়ে আমাদেরকে কি শিক্ষা দিতে চান??"
- Nazar E Zilani
উত্তরা মাইলস্টোন কলেজের উপর ট্রেনিং বিমান বিধ্বস্ত হয়ে আগুনে ঝলসে মারা যাওয়া, হাসপাতালে কাৎরানো বাচ্চারা তো মাসুম, নিস্পাপ।
মা বাবা জানেন কত কষ্ট, ধৈর্য, স্বপ্ন নিয়ে তিল তিল করে এক একটা বাচ্চাকে জন্মেরও আগের থেকে যত্ন করে গড়ে তুলছিলেন।
উভয়েই সবচেয়ে বেশী জানেন তবে মা জানেন আরও অনেক বেশী। জননী যে!!
আমাদের ভোঁতা চৈতন্য অন্যের ব্যাথা, বেদনা, দুঃখ, কষ্ট উপলব্ধি করতে ভুলে গেছে সেই কবে! আমরা নিজের টুকু নিয়ে জড়সড় হয়ে মৃতপ্রায় হয়ে বাঁচি।
শুধু একবার কল্পনা করি তো যে আমাদের কোন সন্তান এমন পরিস্থিতির শিকার হয়েছে। কেমন উতলা হবে অন্তরাত্মা??
এই মা বাবা ভাই বোনদেরকে সমবেদনা জানানোর ভাষা আমার নেই। কথা দিয়ে মা বাবার খালি বুক ভরা যাবে না। মা বাবার বুকে যে মানিক -রতন ছিল অনন্তকাল ধরে তাঁরা সেই বিষাদক্লিষ্ট মর্মান্তিক স্মৃতি বুকে নিয়ে গুমরে গুমরে বাঁচবেন।
আল্লাহ্ রব্বুল আলামিনের এই সিদ্ধান্ত অমোঘ। এর মধ্যের মঙ্গল একমাত্র আল্লাহ্ই ভালো জানেন।
وَ لَنَبۡلُوَنَّكُمۡ بِشَیۡءٍ مِّنَ الۡخَوۡفِ وَ الۡجُوۡعِ وَ نَقۡصٍ مِّنَ الۡاَمۡوَالِ وَ الۡاَنۡفُسِ وَ الثَّمَرٰتِ ؕ وَ بَشِّرِ الصّٰبِرِیۡنَ
অর্থাৎ, এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, ধন, প্রাণ এবং ফল-ফসলের দ্বারা পরীক্ষা করব; এবং ঐ সব ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান কর। (সুরা বাকারা, আয়াত-১৫৫)
মন মানতে না চাইলেও বাস্তবতাকে মাথা পেতে নিয়ে বাঁচতে হবে।
শুধু একটু অভিনিবেশ দরকারঃ
"আল্লাহ্ এই দুর্ঘটনার মধ্য দিয়ে আমাদেরকে কি শিক্ষা দিতে চান??"
আর কত নারকীয় ঘটনা ঘটলে আমরা শিক্ষা নেবো? আমরা সৎ হবো? আমরা আদর্শ মানুষের জীবন যাপন করবো?
কোন একটা জাতির উপর আজাব নাজিল হলে দরবেশ, মাশায়েখরাও তার আওতার বাইরে থাকেন না।
মাসুম বাচ্চার মৃত্যু, তার উপর শহীদি মৃত্যু, আখিরাতে মা বাবার নাজাতের উছিলা হয় বলে আখেরি নবী (সাঃ) 'র মাধ্যমে শুনেছি। আল্লাহ্ এই মা -বাবাদেরকে এই অকল্পনীয় কষ্টের বিনিময়ে উত্তম জাজা দান করুন।
দুনিয়ার হায়াত কালিন সময়ে সবর করার তৌফিক এনেয়েত করুন।
আমরা যার যার অবস্থান থেকে এই পরিস্থিতি উত্তরণে সহায়তার হাত বাড়ায়ে দেই।
এ দৃশ্য দেখা যায় না।
আমি টিভি বন্ধ করে দিয়েছি।