Material success in life is not everything. it can not appease our internal thirst. Until our inner soul is sound we can never claim it to be success.
পার্থিব সাফল্যের সব উপাচার আয়োজন করে অপার আনন্দে অবগাহনের একমাত্র উপায়, ঝিনুক যেমন স্বাতি নক্ষত্রের বারি বিন্দু বুকে নিয়ে অনন্তে ডুব দিয়ে মুক্ত হয়ে ওঠে, তেমনই অন্তরতমের নিভৃত নিবিড় সান্নিধ্যে মৌন হয়ে মগ্ন থাকা।
- Nazar E Zilani
Without Spirituality no Peace and Tranquility is Sustainable.
পার্থিব সাফল্যের সব উপাচার আয়োজন করে অপার আনন্দে অবগাহনের একমাত্র উপায়, ঝিনুক যেমন স্বাতি নক্ষত্রের বারি বিন্দু বুকে নিয়ে অনন্তে ডুব দিয়ে মুক্ত হয়ে ওঠে, তেমনই অন্তরতমের নিভৃত নিবিড় সান্নিধ্যে মৌন হয়ে মগ্ন থাকা।
"অন্তর মম বিকশিত করো
অন্তরতর হে....................."
আজ ২২শে শ্রাবণ, ১৪৩২।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস।
তাঁর প্রার্থনা পর্বের গানগুলোর মধ্যে করোটির কন্দরে চৈতন্যের অনেক গভীরে স্রষ্টাকে খুঁজার এক ব্যাকুল হাহাকার আমি শুনতে পাই।
রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ব্যাতিক্রমি অনেক কিছু লিখার রসদ ও সদিচ্ছা আমার রয়েছে। সময় ও সুযোগ মতো লিখবো, ইনশাল্লাহ।
"আরো আলো আরো আলো
এই নয়নে, প্রভু, ঢালো।
সুরে সুরে বাঁশি পুরে
তুমি আরো আরো আরো দাও তান ॥
আরো বেদনা আরো বেদনা,
প্রভু, দাও মোরে আরো চেতনা।
দ্বার ছুটায়ে বাধা টুটায়ে
মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ।
আরো প্রেমে আরো প্রেমে
মোর আমি ডুবে যাক নেমে।
সুধা ধারে আপনারে
তুমি আরো আরো আরো করো দান।
প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে
মোরে আরো আরো আরো দাও প্রাণ।। - রবীন্দ্রনাথ ঠাকুর
#life #God #success #sharpener