# With innovative strategies and a passion

Transform Your Vision

Follow me
#
#

Transforming Human Potential

I’m Nazar E Zilani

Sharpener is an innovative Training and Consultancy platform that holistically, ethically, and strategically develops Human Capital. Founded by Nazar E. Zilani, a Corporate veteran with over 33 years of experience across various industries, Sharpener aims to empower Professionals in Bangladesh and beyond with skills grounded in Ethics and Purpose. Sharpener is your trusted partner in unlocking Human Potential. We blend Experience, Ethics, and Innovation to empower the Next Generation of Leaders, Professionals, and Changemakers.

Looking for Business Consultation?

#

Get mental preparation to lose some Battle to win the War.

- Sharif Abdul Razzaque

Expertise area

As an exception businessman, I am unique in the world. There are some niches in which I am an expert. The following is a list of some of my areas of expertise.

#

Corporate Career Development

Unleash Your Potential, Redefine Your Future. We are committed to producing future-fit human capital — not just trained for jobs but prepared to lead industries.

#

Soft Skills & Ethical Capacity Building

Emotional Intelligence & Empathetic Communication Ethical Decision Making & Moral Reasoning Time, Task & Conflict Management with Integrity Personal Branding & Self-Leadership

#

Holistic & Islamic Leadership

Islamically-Inspired Leadership & Governance Work-Life-Faith Balance Faith-Based Personal Development Spiritual Intelligence in Corporate Culture

#

Career Readiness for Students & Job Seekers

Campus-to-Corporate Bridge Training CV Writing, Interview Preparation & Professional Etiquette Critical Thinking, Communication & Career Planning Industry 4.0, AI Awareness, and Future-Proof Skills

#
Testimonials

Client's thoughts of me

“Entrepreneurship is a way of life, a revolutionary way of enhancing your manner of critical thinking. To me, it means the future. To be an entrepreneur, you have control over your own life, as well as everything in and around you. It is the ticket to economic, financial and personal freedom."

#
Kamruzzaman Sumon
Kamruzzaman Sumon

Business Catalyst

“Executive to Executive Director - is more than just a career guide; it is an inspirational toolkit for achieving long-term success and fulfillment in leadership. Nazar E Zilani’s insights are particularly relevant for those looking to overcome competitive industry challenges, adding a unique voice to the career development field. "Executive to Executive Director" is a well-crafted, strategic guide for professionals aiming to scale the corporate ladder and achieve top-tier leadership positions."

Jakariea Chowdhury
Jakariea Chowdhury

CEO, YES BD

“Nazar E Zilani's Professional Excellence Training program is highly regarded for its depth, relevance, and transformative impact on participants. Known for his unique approach, Zilani brings over three decades of corporate experience, making his training sessions highly practical and insightful for professionals across various industries. The training emphasizes a holistic blend of essential skills, from strategic thinking and effective communication to emotional intelligence and ethical decision-making."

Business solution

The Businesses I Manage

Typical measures of business success include the growth of your company, the money it provides you or your ability to keep control of the business for yourself or your children. There's no one standard because entrepreneurs don't all enter business for the same reason.

#

Automobile

Marketing Director at Runner Motors

#

FMCG Industries

Executive Director at Akij Food & Beverage Ltd.

#

Biopharmaceutical Companies

Business Catalyst at Pfizer

Achievements

What I've achieved

Achievements

Innovated a Time Management System
Innovated a Time Management System

Innovated a Time Management System

October 12, 2024

Developed a revolutionary time management system that allowed the team to complete a year’s worth of work in just six months, increasing productivity by 200%.

Skill Development

Soft Skills

video-img

Time Management

video-img

Leadership

video-img

Positive Mental Attitude

Holistic Mindset

Religious Thought

video-img

গীবত একটি জঘন্য গুনাহ

video-img

আল্লাহ কতভাবে বান্দার তাওবা কবুল করেন

video-img

রিজিকের মালিক একমাত্র আল্লাহ

video-img

ইসলামে দ্রব্যমূল্য বৃদ্ধিতে হুঁশিয়ারি

Photography

Photography and Videos

Blogs

News and Blogs

Success
July 13, 2025

Success

যে জীবন নানা বাঁধা বিপত্তিতে পরীক্ষিত না সে জীবন আসলেই সফল জীবন না। জীবনে আলো এবং অন্ধকার থাকবেই। নিকষ কালো অন্ধকার পার হয়ে আলোর সকালে হাজির হওয়ার মধ্যেই আছে জীবনের সফলতা।

সুস্থ ও সুখী থাকার ৫ তরিকা
June 09, 2025

সুস্থ ও সুখী থাকার ৫ তরিকা

সুখী হতে গেলে সুস্থ থাকতেই হবে। আল্লাহ ও মুসা নবীর কথোপকথনের মাঝে আমরা এর ইশারা পাই। আর সুখের সবচেয়ে বড় উপকরণ হচ্ছে সুস্থ থাকা। সুথ ও সুখ হওয়ার সঠিক ৫ তরিকা। এগুলো মেনে চললে যে কেউ সত্যিকারের সুখী হতে পারবে, ইনশাল্লাহ।

“জ্ঞান-লোভী না  সম্পদ-লোভী" সিদ্ধান্তই  জান্নাত জাহান্নাম ঠিক করে ফেলবে
June 10, 2025

“জ্ঞান-লোভী না সম্পদ-লোভী" সিদ্ধান্তই জান্নাত জাহান্নাম ঠিক করে ফেলবে

পথিক হিসেবে দুনিয়ার মঞ্জিলে জঞ্জালের লোভে থমকে যায় যারা তারা দুঃসহ যন্ত্রণায় জীবনপাত করে। সম্পদের লোভের পরিণাম এখনো পর্যন্ত কল্যান্ময় হয় নাই। জ্ঞান-লোভীর লোভও অসীম তবে তা তাঁকে প্রসন্ন চিত্ততার নির্মল আবহে জান্নাতি জীবনের পরশে নিরুদ্বিগ্ন রাখে। কিন্তু দুঃখের বিষয় আমরা মহাকালের পথিকেরা দুনিয়ার সম্পদের কাঙ্গাল হয়ে জীবনকে অঙ্গার করে ফেলি।

দুনিয়ার প্রতি লালসার পরিণতি
June 13, 2025

দুনিয়ার প্রতি লালসার পরিণতি

দুনিয়ার লালসা মানুষের হিতাহিত জ্ঞান লপ করে ফেলে। অন্ধের মতো ছুটতে ছুটতে মানুষ এমন হয়রান হয়ে শেষ হয় যার পরিণাম ভয়ঙ্কর। দুনিয়ার লোভ থেকে আল্লাহ যাকে হেফাজত করেছেন সে অনেক ভাগ্যবান। শুধু ধন সম্পদের হিসেব না করে আল্লাহ্‌র অশেষ নিয়ামত ও রহমতের দিকে তাকালে নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে হবে। মনে হবে অনেকের চেয়ে অনেক বেশী সুখী।

Financial Independence is the best In dependence.
June 22, 2025

Financial Independence is the best In dependence.

দেশের সীমানার স্বাধীনতা আসল স্বাধীনতা হয় না যতক্ষণ না পর্যন্ত অর্থনৈতিক স্বাধীনতা অর্জিত হয়। নিজেকে তৈরি করলে অর্থনৈতিক স্বাধীনতা আসবে, কারো কাছে হাত কচলাতে হবে না, মেরুদণ্ড বাঁকা করতে হবে না। অন্যের কাছে হাত পাতার চেয়ে নিকৃষ্ট পরাধীনতা আর কিছুই নেই।

Professional Networking
July 01, 2025

Professional Networking

তোমার নিজের যোগ্যতা না থাকলে অযথা অন্যএর পিছনে ঘ্যান ঘ্যান করে ঘুরলেও কেউ পাত্তা দিবে না। পড়াশুনা, কাজের অভিজ্ঞতা, দক্ষতা অর্জন করে নিজেকে তৈরি করলে চারিদিকে মানুষের অভাব হবে না।

Job Change
July 04, 2025

Job Change

চাকরী পরিবর্তনের একটা কঠিন অংক আছে। আবেগের বসে চাকরী ছাড়া বোকামি। এমন পরিস্থিতি আসবে যখন দাঁতে দাঁত কামড়ে পরে থাকতে হবে আবার সময় আসবে যখন মাথা উঁচু করে পদত্যাগ পত্র দিয়ে বেরিয়ে আসবে। একবারও কারো অনুনয় অনুরোধের পাত্তা দিয়ো না। হুদাইবিয়া'র সন্ধির মাঝে, মদিনায় হিজরতের মাঝে ধর্মীয় ছাড়াও আর জাগতিক মঙ্গলের ইশারা আছে।

সফলতার জন্য আল্লাহকে রাজী করাতে হবে।
July 08, 2025

সফলতার জন্য আল্লাহকে রাজী করাতে হবে।

সফলতার জন্য শুধু কাজ করলেই হবে না। সফলতার ইচ্ছেটা জায়েজ হতে হবে। আল্লাহ্‌ ইচ্ছে করলেই কেবল তা পুরন হবে। আল্লাহ্‌র ইচ্ছে হতে হলে আল্লাহকে রাজী খুশী করতে হবে। আল্লাহকে রাজী খুশী করার একমাত্র পথ হচ্ছে কোরআন ও সুন্নাহের অনুসরণ।

Networking
July 12, 2025

Networking

নেট ওয়রকিং করার আগে সম্পর্ক তৈরির করার কলা কৌশল জানতে হবে। মানুষের আচরণের পিছনের অবচেতন মনের চিন্তা যদি স্টাডি করতে না পারি তাহলে প্রচুর সময় নষ্ট হবে কিন্তু সেই সম্পর্ক কোন কাজে লাগবে না।

কুরবানি, বর্তমান পিতা পুত্রের সম্পর্ক আর কোথায় দাঁড়িয়েছে সে সম্পর্ক আজ?
June 08, 2025

কুরবানি, বর্তমান পিতা পুত্রের সম্পর্ক আর কোথায় দাঁড়িয়েছে সে সম্পর্ক আজ?

কুরবানি শুধু পশু কুরবানিতে সীমাবদ্ধ না। ত্যাগের অর্থ আমরা সীমাবদ্ধ করে ফেলেছি। পিতা ইব্রাহীম (আঃ) ও কিশোর পুত্র ইসমাইল উভয়ের জন্য ছিল কঠিন ত্যাগের পরিক্ষা যার মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে শিক্ষা দেন পিতা পুত্রের মধ্যের সম্পর্ক কেমন চূড়ান্ত আদবের হওয়া উচিৎ। কিন্তু আজ? পিতা পুত্রের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায়েছে??

Goal and Purpose of Life
July 14, 2025

Goal and Purpose of Life

জীবনের লক্ষ্য হওয়া দরকার ছিল দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য কিন্তু আমরা ভোগবাদের লালসা-পূর্ণ ইশারায় মত্ত হয়ে উঠেছি সেই সেই জ্ঞান অর্জনে যা দুনিয়ার সুখ সম্পদ বিলাসিতা উজাড় করে দেবে। এর পরিণতি হচ্ছে সাময়িক আনন্দ কিন্তু দুনিয়াতেই চরম অনুশোচনা ও আখিরাতের জন্য অপেক্ষা করছে আশংকাপূর্ণ অনন্ত উদ্বেগ। থন্দা মাথায় সঠিক চিন্তা করার সময় এখনো চলে যায় নি।

সন্তান মানুষ করা
July 17, 2025

সন্তান মানুষ করা

যে সন্তানের জন্য আমরা দিবা নিশি কঠোর পরিশ্রম করি সেই সন্তান জন্মের পর আমরা কমই গুরুত্ব দিয়ে থাকি। কখনো কখনো সংসার সন্তানের জন্য হালাল পথ ছেড়ে হারাম পথে উপার্জনে নামি! জীবনের এক পর্যায়ে এসে দেখা যায় জীবনটাকে শুধু অপচয় করেই শেষ করা হয়েছে। তাই, সময় শেষ হওয়ার আগেই গুরুত্বপূর্ণ বিষয়ে নজর দেওয়া বুদ্ধিমানের কাজ।

"জীবনেরে কে রাখিতে পারে"
July 22, 2025

"জীবনেরে কে রাখিতে পারে"

কেউ কল্পনাও করতে পারে নাই যে প্রশিক্ষণ বিমান উত্তরা মাইলস্টোন স্কুলের উপর আছড়ে পড়বে। এতগুলো বাচ্চা আগুনে ঝলসে মারা যাবে। একটু পর ছুটি হলে বাসায় যেতো বাচ্চাগুলো। আমরা যারা পৃথিবীতে অনেক সময় পার করে ফেলেছি, অনেক পাপ, অনেক অপরাধ করে ফেলেছি আমরা কোন ঘটনা, দুর্ঘটনায় মারা গেলে স্বাভাবিকই মনে হতো। কিন্তু এই নিস্পাপ, মাসুম বাচ্চাগুলো কেন এভাবে দুনিয়া থেকে বিদায় নিলো? এর উত্তর একমাত্র সেই মহাপরিকল্পনাকারী, মহামহিম আল্লাহই জানেন। তবে এই দুর্ঘটনার মাঝে আমাদের সবার জন্য একটা মেসেজ আছে। যিনি ঐ মেসেজ বুঝতে পারবেন এবং নিজের জীবন সেইভাবে পরিচালিত করবেন তিনিই বুদ্ধিমান, প্রাজ্ঞ।

Transformation
July 25, 2025

Transformation

যুব সমাজকে নীতি নৈতিকতা মুল্যবোধে উন্নত করে না তুললে আমাদের দেশের এই অধঃপতন থেকান সম্ভব না। প্রাকৃতিক ভাবে যে রুপান্তর ঘটে তা মানুষের বহিরাবরনেই শুধু। কিন্তু মানুষের মানসলোকের পরিবর্তন না হলে সমাজ ও জাতিগতভাবে আমরা পিছনেই রয়ে যাবো।

মেন্টরিং
July 29, 2025

মেন্টরিং

আগের যুগে সিনিওররাই আমাদেকে পথ দেখাতেন। কিন্তু আজকের দিনে সেই পথ দেখানোর মানুষের অভাব। তাই পার্সোনাল মেন্টরিং অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে।

তোমার জীবনের লক্ষ্য কি আর কোথায় চলেছ?
July 31, 2025

তোমার জীবনের লক্ষ্য কি আর কোথায় চলেছ?

কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছ। বাড়ি থেকে টাকা আসছে। কোথা থেকে মা বাবা টাকা জোগাড় করে পাঠায় তা কি জানো? ছোট ভাই বোন কীভাবে তাদের লেখাপড়া, জীবন চালায় তা কি মনে পড়ে? তুমি শহরের চৌকশ আড্ডায় সময় নষ্ট করছ। কিন্তু বাস্তব দুনিয়া সম্পর্কে কোনই খবর নেই। ছাত্র জীবন শেষ হলেই গায়ে প্রখর রোদের তাপ এসে গায়ে লাগে। একটা চাকরীর জন্য দুয়ারে দুয়ারে ঘুরতে হয়।

Spirituality
August 06, 2025

Spirituality

Material success in life is not everything. it can not appease our internal thirst. Until our inner soul is sound we can never claim it to be success.

Do something different than others
May 16, 2025

Do something different than others

ভেড়ার পালে চললে ভেড়া হতে হবে। গড্ডালিকায় গা ভাসানো যাবে না। যাত্রা দেখা আর ঘুমানো এক সাথে হয় না। হয় যাত্রা, না হয় ঘুম। যে কোনো একটা। যে পথে অনেকেই হাটে না, সে পথেই হাটতে হবে। তবে তা অনেক কঠিন কাজ। পথই পথিক সৃষ্টি করে আবার পথিকই পথ সৃষ্টি করে। প্রথম পথিক হয়ে পথ সৃষ্টি করা অনেক সাহসের, দুঃসাহসের ও অনেক ঝুঁকিপূর্ণ। কি চাও তা ঠিক করো। তারপর তার মূল্যশোধের জন্য তৈরী হও।

আমরা নফসের লালসার কাছে পরাভূত জলন্ত জাহান্নামে
December 31, 2024

আমরা নফসের লালসার কাছে পরাভূত জলন্ত জাহান্নামে

ভোগ, লোভ আর লালসার লাভা এমন ভাবে থাবা বসিয়েছে যে এর ফাঁদে পড়ে সুখ, শান্তি, নিদ্রাহারা হয়ে গেছি আমরা অনেকে।

সাদাকা বালা মুসিবত থেকে রক্ষা করে
December 31, 2024

সাদাকা বালা মুসিবত থেকে রক্ষা করে

অভাব-অনটন-দুঃখ-দুর্দশায় সবর করা বা ধৈর্য ধরা 'দুঃসময়ের হক' আদায় করা। এই হক আদায় পারলৌকিক জীবনের সঞ্চয় হিসেবে কল্যাণ বয়ে আনবে।

এক্সেকিউটিভ টু এক্সেকিউটিভ ডিরেক্টর
May 06, 2025

এক্সেকিউটিভ টু এক্সেকিউটিভ ডিরেক্টর

আপনার ভবিষ্যৎ কি শুধু সার্টিফিকেটের ওপর নির্ভর করবে? আজকের চাকরির বাজার শুধু সার্টিফিকেট দেখে না, চায় দক্ষতা, আত্মবিশ্বাস, যোগাযোগ ক্ষমতা এবং বাস্তব অভিজ্ঞতা। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা কি সেই প্রস্তুতি দিচ্ছে?

ইসলামে সহনশীলতা
May 08, 2025

ইসলামে সহনশীলতা

ইসলামের অন্যতম সৌন্দর্য হচ্ছে সহনশীলতা, বিশেষ করে ভিন্ন ধর্মের প্রতি সহনশিল আচরণ। সফলতার অন্যতম অণুঘটক হচ্ছে সহনশীলতা। ইসলামের ইতিহাসের পরতে পরতে জমে আছে এই সহনশীলতার অনুপম উদাহরণ। আর আজ আমরা পরমতসহিষ্ণুতা থেকে অনেক দূরে চইলে গেছি। আমাদের পতনের অন্যতম কারণও এই সহনশীলতা।

True Leadership
May 10, 2025

True Leadership

A professional Leader always rivet on the development of his/her junior colleagues. Once junior colleagues are prepared, rest responsibility is with them to achieved the assigned target. True Leader focuses on two areas: a) development of the junior colleagues and b) achievement of the Organizational Task. সত্যিকারের লিডার কাজের ফল নিয়ে মাথা ঘামান না, ঘামান তাঁর জুনিওর সহকর্মীদের উন্নতির। সেই দক্ষ সহকর্মীরাই জাহাজ সঠিক ঘাঁটে নিয়ে নোঙ্গর ফেলবে।

Marketing and Sales
May 12, 2025

Marketing and Sales

Sales Target পূরণের ধারাবাহিকতায় একজন Executive প্রমোশন পেয়ে পেয়ে Regional Manager, Deputy Manager, Manager, DGM, GM হয়ে ওঠেন কিন্তু প্রতিষ্ঠান চালানোর জন্য যে যে যোগ্যতা দরকার তা আর তৈরি করেন না অনেকে। এর পরিণাম হয় ভয়ঙ্কর! কেউ কেউ উপরের Position পেয়েও হাবুডুবু খান, ধরে রাখতে পারেন না আবার কেউ কেউ ঐ পজিশান না পেয়ে অভিমান করে বলেনঃ ”আমি কোম্পানির জন্য জীবনটা শেষ করলাম আর আজ Company আমাকে বঞ্চিত করলো!!” তত দিনে বয়স বেড়ে গেছে, ব্লাড প্রেশার, ডায়াবেটিক, হাই কলেষ্টরাল সহ অনেক অসুখও বাসা বাধে শরীরে। মাথার বন উজাড় হয়ে উদার আকাশের মতো, শরীরের মধ্যভাগ চর্বি জমে কিম্ভূতকিমাকার। এই পজিশনের জন্য বাজারে কম্পিটিশান তীব্র!

লিডারের সফলতার মন্ত্র
May 14, 2025

লিডারের সফলতার মন্ত্র

কথা শোনা'র দক্ষতা (Listening Skill) অনেক কঠিন কারণ লিসেনিং 'এর সময় তোমার তুলনা করা বা Judgement করার বদঅভ্যেসটা দুরে সরায়ে রাখতে হবে। লিসেনিং তুমি এজন্যই করবা যাতে তোমার ক্লান্ত সহকর্মীরা তাদের মধ্যে জমা উত্তপ্ত লাভা উদগীরণ করে হালকা হতে পারে। Steam-Out. নিজে একা হালকা হওয়ার চেয়ে সহকর্মীদের হালকা করা জরুরী কারণ তাহলে অনেকগুলো মানুষ আরো Productive হবে যা তোমার টিমের লক্ষ্য অর্জনের জন্য অত্যাবশ্যক।

Education System
May 15, 2025

Education System

আজ আমাদের দেশের সেই শিক্ষা নামে মাত্র কাগুজে শিক্ষা হয়ে বণিকের বেসাতি হয়ে দাঁড়ায়েছে। সম্রাজ্যবাদী ইংরেজরা এই পথেই দুই শত বৎসর উপমহাদেশের ধন-সম্পদ নিংড়ে নিয়ে বাবু হয়ে বসেছে। ১৯৪৭ এর পর থেকে পৌনে একশত বৎসরের বেশী হতে চললো আমাদের শিক্ষা নতমুখী হতে হতে ধুলায় লুটায় এখন। শিক্ষা এখন বেসাতি।

পয়সা, পজিশন ও পসার : স্বামী, সন্তান ও সংসার
December 31, 2024

পয়সা, পজিশন ও পসার : স্বামী, সন্তান ও সংসার

তুমি ব্যতিক্রমী কিছু করার জন্য আজই লেগে পড়ো , প্রমোশন আর পয়সা তোমার পিছে লেগে পড়বে।

Present Life Status is best, why lamenting?
May 19, 2025

Present Life Status is best, why lamenting?

বর্তমান জীবন আল্লাহ রব্বুল আলামীন এ জন্যই দিয়েছেন যে আমরা এই জীবন যাপনের উপযুক্ত। আমাদেরকে উপযুক্ত বিবেচনা করে আল্লাহ রব্বুল ইজ্জত যে জীবন দিয়েছেন তখন সে জীবন নিয়ে আফসোস আহাজারি করা সেই মহামহিমের সাথে বিরুদ্ধাচারণ করার সামিল না?

Value Addition
May 21, 2025

Value Addition

সস্তা হয়ো না। নিজের মুল্য বাড়াও। মুল্য বাড়ানোর ৪ উপায় অবলম্বন করো। নইলে টাকার অবমূল্যায়নের মত তুমি সস্তা হয়ে যাবে। নিজের দাম বাড়াও। বাজারে তোমারও দাম বাড়বে। সময় দাও। অস্থির হইয়ো না। তোমার মুল্য না বাড়ালে ছ্যাবলার মতো শুধু মানুষের পিছে পিছে, দ্বারে দ্বারে ঘুরতে হবে। কেউ দাম দিবে না। সুতরাং, সময় ও শক্তি নষ্ট না করে নিজের জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা বাড়াতে কাজে লাগাও আর একটু নিজেকে প্রবোধ দাও। সবর করো।

Creating a World Within.
May 29, 2025

Creating a World Within.

ভোগবাদী দুনিয়ায় অনেক মানুষের সঙ্গের সাথে জড়িয়ে থাকে "হিডেন এজেণ্ডা"। টক্সিক সম্পর্ক এড়ায়ে নিজের মধ্যে "আপন ভুপন" গড়ে তুলতে পারা অনেক মঙ্গলময়। পড়াশুনা, শিল্প সংস্কৃতি, ইবাদত বন্দেগী, উপাসনা, আরাধনা ধ্যান সহ নানা বিষয়ে মনের গহিন কন্দরে গড়ে তুলা যায় "আপন ভুবন"। পাশের মানুষটার কথাগুলো আন্তরিকতার সাথে শোনাও এক ধরনের স্কিল যা সম্পর্ককে নিবিড় করে, উষ্ণ করে নিজের মধ্যের অস্থিরতার অবসান ঘটায় এবং সাথে সাথে নিজে কথা বললে অন্যেও সন্মানের সাথে যত্নের সাথে কান পেতেই না শুধু, সমগ্র সত্ত্বা দিয়ে শোনে।

Islam and India are inseparable
May 31, 2025

Islam and India are inseparable

হজরত আদম (আঃ) বেহেস্ত থেকে সরাসরি আসেন শ্রীলংকায় যা একসময় ছিল ভারতের অংশ। প্রমাণ, রামায়ন। তাহলে ভারতের প্রথম মানুষ তথা দুনিয়ার প্রথম মানুষ ছিলেন একজন মুসলমান। জগতের দস্যুরা ভারতকে লুণ্ঠনই করেছে কিন্তু কেউই ভারতকে নিজেদের আবাস হিসেবে গ্রহণ করে নাই। শক-হুন-পাঠান-ডাচ-ফ্রেঞ্চ-ইংরেজ সহ সবাই ভারত লুঠ করেছে। তৈমুর লং, নাদির শাহ পর্যন্ত সম্পদ লুঠ করেছে এখানে স্থায়ী হয় নাই। সুলতানরা ও মোঘলরা এদেশকে নিজের দেশ মনে করে শত শত বৎসর ধরে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বসবাস করেছে। এদেশের প্রভুত উন্নতি করেছে বিধায় পৃথিবী ভারতের অনেক অমর কীর্তি দেখে বিস্ময়ে বিহ্বল হয়। এরা এসেছিলেন আভ্যন্তরীণ কন্দলের কারণে, এখান থেকে আমন্ত্রণ জানানোর জন্য। কিন্তু আজকে মুসলমানদেরকে ঘর ছাড়া করা হচ্ছে। মুসলিম বিরোধী "ওয়াকফ" আইন করে মুসলমানদের পায়ের নীচের মাটি সরায়ে ফেলা হচ্ছে। সেই সুলতানি, মুঘল সময়ের শাসকরা চাইলে এদেশে একটাও অন্য ধর্মের লোক থাকতো না।

Successful Leadership
June 03, 2025

Successful Leadership

সফল লিডার হতে চান?? দুনিয়া পাল্টেছে কিন্তু সেই গতানুগতিক লিডারশীপ স্টাইল রয়ে গেছে। Autocratic, Democratic, Free reign etc..... সেই মান্ধাতার আমলের পথ ও পদ্ধতি দিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে সফল লিডার হওয়া সম্ভব না। তরিকা পালটানোর এখনই সময়।

সংস্কার, সন্তান আর পরিণাম!
June 04, 2025

সংস্কার, সন্তান আর পরিণাম!

সংস্কারের কথা বিয়ের অনুষ্ঠানেই হওয়া উচিৎ। সন্তানকে উপযুক্ত মানুষ করা এবং সমাজে সন্তানকে জালেম হিসেবে উপহার না দেওয়া। সমাজে পিতামাতা হবে দুই রকমেরঃ ১। এহসানকারী পিতামাতা ২। জালেম পিতামাতা। এর পর শিক্ষা থেকে শুরু করতে হবে সংস্কার। প্রচলিত শিক্ষা না ভালো নৈতিকতা সম্পন্ন মানুষ গড়ছে, না তারা ভালো চাকরী বা ব্যবসা করে সুখী হতে পারছে।

ঈদ উল আযহা
June 06, 2025

ঈদ উল আযহা

কুরবানি তখনই সার্থক হবে যখন আল্লাহ্‌র হক 'এর সাথে সাথে বান্দার হক সঠিক ভাবে আদায় করা হয়। আমরা ধর্মকে খণ্ডিত করে ফেলেছি। শুধুমাত্র ইবাদতখানায়, জায়নামাজে, তজবিহ ইত্যাদিতে ধর্মকে সীমিত করে ফেলেছি। ফল স্বরূপ আসমানি রহমত, বারাকাহ উধাও হয়ে গেছে।

#
Let’s talk

Get in touch

Feel free to contact me for a business consultation or other services.

Office location

# 4/2 Iqbal Road, Mohammadpur, Dhaka-1207

#View on Google Map