Life hacks

Do something different than others

  • Publish by: Nazar E Zilani
  • Publish date: May 16, 2025
Do something different than others

ভেড়ার পালে চললে ভেড়া হতে হবে। গড্ডালিকায় গা ভাসানো যাবে না। যাত্রা দেখা আর ঘুমানো এক সাথে হয় না। হয় যাত্রা, না হয় ঘুম। যে কোনো একটা। যে পথে অনেকেই হাটে না, সে পথেই হাটতে হবে। তবে তা অনেক কঠিন কাজ। পথই পথিক সৃষ্টি করে আবার পথিকই পথ সৃষ্টি করে। প্রথম পথিক হয়ে পথ সৃষ্টি করা অনেক সাহসের, দুঃসাহসের ও অনেক ঝুঁকিপূর্ণ। কি চাও তা ঠিক করো। তারপর তার মূল্যশোধের জন্য তৈরী হও।

"হাতঘড়ি যেমন হাতকে বিশেষায়িত করে তেমনি একটা হাতও কোনো ঘড়িকে ব্রান্ডের মর্যাদা দেয়।"

-

Regularly I remind myself that I must not do what rest of the people are doing.

উপরের কথা গুলো আমার ফোন, ল্যাপটপ, আইপ্যাডে sync করা। ওরা মনেও করায়ে দেয় যদিও আমি স্মৃতিতে ধরে রেখে কাজ করি।

ভেড়ার পালে চললে ভেড়া হতে হবে। গড্ডালিকায় গা ভাসানো যাবে না। যাত্রা দেখা আর ঘুমানো এক সাথে হয় না। হয় যাত্রা, না হয় ঘুম। যে কোনো একটা।

যে পথে অনেকেই হাটে না, সে পথেই হাটতে হবে। তবে তা অনেক কঠিন কাজ।

পথই পথিক সৃষ্টি করে আবার পথিকই পথ সৃষ্টি করে। প্রথম পথিক হয়ে পথ সৃষ্টি করা অনেক সাহসের, দুঃসাহসের ও অনেক ঝুঁকিপূর্ণ।

কি চাও তা ঠিক করো। তারপর তার মূল্যশোধের জন্য তৈরী হও।

ব্রান্ডের দোকানে যেয়ে দরাদরি করা বা মানি ব্যাগ হাতড়ানোর চেয়ে নিউমার্কেট নীলক্ষেত যাওয়াই তো ভালো!

আর যদি আত্মসন্মান, আত্মমর্যাদায় লাগে তহলে যোগ্যতা অর্জন করে নিজে ব্রান্ড হয়ে ব্রান্ডের দোকানে যাওয়ার পরিকল্পনা করাই উত্তম।

একটা হাতঘড়ি যেমন হাতকে বিশেষায়িত করে তেমনি একটা হাতও কোনো ঘড়িকে ব্রান্ডের মর্যাদা দেয়।

তোমার উদ্দেশ্য কি?

ঘড়ির নামে বিক্রি হওয়া নাকি
ঘড়িকে তোমার নামের গুণে ব্রান্ড হয়ে ভালো দামে বিক্রি হতে সাহায্য করা??

বল তোমার কোর্টে। সিদ্ধান্তও তোমার।

#সৃষ্টি #ঘড়ি #ল্যাপটপ