Life hacks

Success

  • Publish by: Nazar E Zilani
  • Publish date: July 13, 2025
Success

যে জীবন নানা বাঁধা বিপত্তিতে পরীক্ষিত না সে জীবন আসলেই সফল জীবন না। জীবনে আলো এবং অন্ধকার থাকবেই। নিকষ কালো অন্ধকার পার হয়ে আলোর সকালে হাজির হওয়ার মধ্যেই আছে জীবনের সফলতা।

মৃত্যুর সময় অনুতাপহীন হওয়াই সফলতা

- Nazar E Zilani

আমি Success বা সফলতা বলতে বুঝি অনুতাপ-বিহীন জীবন যা আমি যাপন করে যাচ্ছি।

সফল জীবন কোনটা?

"মৃত্যু শয্যায় যদি কোনো অনুতাপ না থাকে তবে সেটাই সফল জীবন।"

জীবনে অনুতাপ কিভাবে এড়াবে?

জীবনের সংজ্ঞায় সক্রেটিস বলেছিলেনঃ

”মৃত্যু শয্যায় যদি কোনো অনুতাপ না থাকে তবে সেটাই সফল জীবন।”

পথিকের মতো কিছু সময়ের জন্য এই পৃথিবীতে আসি যা মহাকালের বিচারে অতি নগণ্য, কিন্তু সেই সময়টাকে আমরা অনন্ত বলে ভেবে নেই। যার ফলে কোনো তাগীদ অনুভব করি না।

আমরা:

নিজেদের পরিবর্তনে ধীরগতি,
নিজেদের সমালোচনায় বিলম্বিত লয়, এবং
গভীর চিন্তায়ও নেই আগ্রহ।

আগামীকাল তো আছে, তখন পরিবর্তন করবো, এখন যেমন চলছে চলুক এই কু-চিন্তাই যত পয়মালের কারিগর হয়ে ইবলিশের ঘাড়ে ভর করে আমাদেরকে পথ হারা করে।

সক্রেটিস আরো বলেছিলেনঃ

“The unexamined life is not worth living."

অপরীক্ষিত জীবন, যাপনের উপযুক্ত জীবন না। অর্থাৎ যে জীবনে ঝড়-ঝঞ্ঝা আসে নাই, প্রলয়ের তান্ডবে তছনছ হয় নাই সে জীবন আসলে উপভোগ্য জীবন না।

আল্লাহ্‌ রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ঘোষণা করেনঃ

قَدۡ اَفۡلَحَ مَنۡ تَزَكّٰ

অর্থাৎ, নিশ্চয়ই সে সাফল্য লাভ করবে যে পবিত্রতা অর্জন করে
(সুরা আল আ'লা, আয়াত-১৪)

সুতরাং, পরিশুদ্ধির কোন বিকল্প নেই।

#life #success #death #allah #Quran