আজ আমাদের দেশের সেই শিক্ষা নামে মাত্র কাগুজে শিক্ষা হয়ে বণিকের বেসাতি হয়ে দাঁড়ায়েছে। সম্রাজ্যবাদী ইংরেজরা এই পথেই দুই শত বৎসর উপমহাদেশের ধন-সম্পদ নিংড়ে নিয়ে বাবু হয়ে বসেছে। ১৯৪৭ এর পর থেকে পৌনে একশত বৎসরের বেশী হতে চললো আমাদের শিক্ষা নতমুখী হতে হতে ধুলায় লুটায় এখন। শিক্ষা এখন বেসাতি।
"একটা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হলে শেষ হয়ে যায় সভ্যতা, ভদ্রতা, নীতি নৈতিকতা, উন্নত রুচি, মূল্যবোধ।"
- Nazar E Zilani
একটা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হলে শেষ হয়ে যায় সভ্যতা, ভদ্রতা, নীতি নৈতিকতা, উন্নত রুচি, মূল্যবোধ।
আজ আমাদের দেশের সেই শিক্ষা নামে মাত্র কাগুজে শিক্ষা হয়ে বণিকের বেসাতি হয়ে দাঁড়ায়েছে।
সম্রাজ্যবাদী ইংরেজরা এই পথেই দুই শত বৎসর উপমহাদেশের ধন-সম্পদ নিংড়ে নিয়ে বাবু হয়ে বসেছে।
১৯৪৭ এর পর থেকে পৌনে একশত বৎসরের বেশী হতে চললো আমাদের শিক্ষা নতমুখী হতে হতে ধুলায় লুটায় এখন। শিক্ষা এখন বেসাতি।
স্যার উলিয়াম ডিগবি তার Prosperous British India বইতে মেজর জেনেরাল স্মিথের রেফেরেন্সে লেখেনঃ
"মানব ইতিহাসে এমন কোন নজির পাওয়া যাবে না যে, কিছু সংখ্যাক ভিন্দেশি উপনিবেশকারী ছয় কোটি মানুষের একটা দেশের উপর সম্রাজ্য চালাবে।
এজন্য যখন এরা শিক্ষিত হয়ে যাবে, তখন শিক্ষার প্রভাবে তাদের ধর্ম ও জাতিগত বিভেদ দূর হয়ে একতা সৃষ্টি হয়ে যাবে। অথচ, তাদের অনক্যের মাধ্যমেই আমরা এ দেশের উপর কব্জা জমিয়ে রেখেছি। হিন্দু- মুসলিম দাঙ্গাই আমাদের রক্ষাকবজ। শিক্ষার বিস্তারে আমাদের লোকসান হবে এই যে, এদের মন বড় হবে এবং এরা নিজেদের শক্তি সম্পর্কে অবগত হয়ে যাবে।" Prosperous British India page-10.
আজকে সমাজের চরম অবক্ষয় দেখে মনে হয় আমরা আসলে অতল তলে হারিয়ে যাচ্ছি, হারিয়ে, হারিয়ে হারিয়ে যাচ্ছি সভ্য দুনিয়ার মানচিত্র থেকে।
যে নীতি নৈতিকতা মূল্যবোধের পুঁজি সাথে নিয়ে পৃথিবীর পথে নেমেছিলাম অনেক বৎসর আগে আজ জীবনের এই প্রান্তে এসে অঙ্ক মেলাতে পারছি না। আমার, আমাদের জীবন তো পার করেই গেলাম কিন্তু কি ফেলে যাচ্ছি পিছনে?
কি আঁচড় রেখে যাচ্ছি??
"দিনান্তের প্রান্তে বসি আঁখি নীরে তিতি,
আপনার মনে আনি তার'ই দূর দুরান্তের স্মৃতি।"- কাজী নজরুল ইসলাম
নজরুলের এই প্রেমের কবিতার মতো "আঁখি নীরে তিতি" আর প্রার্থনা ছাড়া প্রবোধের কিছুই নেই।
প্রার্থনা তো তিনি কর্ম ছাড়া কবুল করে না তাই আঁখি নীরই আধেয় আবার আধার।
#জীবন #শিক্ষা #কর্ম