Business Analysis

True Leadership

  • Publish by: Nazar E Zilani
  • Publish date: May 10, 2025
True Leadership

A professional Leader always rivet on the development of his/her junior colleagues. Once junior colleagues are prepared, rest responsibility is with them to achieved the assigned target. True Leader focuses on two areas: a) development of the junior colleagues and b) achievement of the Organizational Task. সত্যিকারের লিডার কাজের ফল নিয়ে মাথা ঘামান না, ঘামান তাঁর জুনিওর সহকর্মীদের উন্নতির। সেই দক্ষ সহকর্মীরাই জাহাজ সঠিক ঘাঁটে নিয়ে নোঙ্গর ফেলবে।

True Leaders never take care of Results.

- Nazar E Zilani

সত্যিকারের লিডার কাজের ফল নিয়ে মাথা ঘামান না, ঘামান তাঁর জুনিওর সহকর্মীদের উন্নতির। সেই দক্ষ সহকর্মীরাই জাহাজ সঠিক ঘাঁটে নিয়ে নোঙ্গর ফেলবে।

True Leaders never take care of Results.
Leaders take care of People who finally deliver desired Result.

এক প্রতিষ্ঠানে Lavishly Successful হওয়ার পিছনে আবদান ছিল আমার জুনিয়র সহকর্মীদের।

জয়েন করে আমি বলেছিলামঃ

"আপনাদের মধ্যে জি এম হওয়ার উপযুক্ত কেউ থাকলে আজ বাইরে থেকে আমাকে হায়ার করা হত না বা আমার আসা লাগত না। আপনাদের নিজেদের প্রতি অবহেলা আমাকে সুযোগ করে দিয়েছে এই সিনিয়র পোস্টে যোগদান করার।"

"আমি আশা করবো আমার এই আসা'ই এ প্রতিষ্ঠানে শেষ Lateral আসা হোক।
আপনারা মার্কেট তৈরি করেন। আমি আপনাদেরকে তৈরি করি।"

আমার দায়িত্ব শুধু প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা না। আমার দায়িত্ব দুইটাঃ

১। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন এবং
২। জুনিওরদের থেকে এই প্রতিষ্ঠানে ও অন্য প্রতিষ্ঠানের জন্য পরবর্তী লিডারের বাহিনী তৈরি করে যাওয়া।

মনে রাখবেনঃ

"আপনারা কেউ আমার কম্পেটিটর না। আমার কম্পেটিটর আমি নিজেই। আপনারা যখন আমার চেয়ারে আসবেন সেদিন আমি অনেক দুরের উঁচু কোন চেয়ারে থাকব অথবা গোরস্থানে থাকবো। আপনারা কোনদিনও আমাকে ছুঁইতে পারবেন না।"

আজ আমি এমন এক চরম সফল জায়গায় আছি যেখানে তাঁরা কেউ নেই তবে তাঁরাও আবার তাদের যোগ্যতা অনুযায়ী ভালো জায়গায় আছেন।

পাশাপাশি বেশী চালাক, বেশী বুদ্ধিমান, ধুরুন্ধর মানুষটা কোন এক কানাগলির পচা নর্দমায় পড়ে আছেন। সেটাও তারই নিজের হাতের উপার্জন, ভাগ্যই না শুধু।

"আর আমাকে যদি মার্কেট তৈরি করতে সময় ব্যয় করতে হয় তাহলে আপনাদেরকে তৈরি করতে পারব না এবং আপানাদের ক্যারিয়ার অপুষ্টিতেই ভুগতে থাকবে।"

তাঁরা অনেকেই কথা রেখেছিলেন। তাঁরা আমার পরিকল্পনা অনুযায়ী কাজ করেছেন, আমিও প্রয়োজনে সঙ্গ দিয়েছি। তবে সবচেয়ে বেশী যা করেছি তা হোল আমার Junior 'কে Professionally তৈরি করেছি। আজ তাঁরা নানা জায়গায় উঁচু উঁচু পদে অধিষ্ঠিত। এটাই আমার আনন্দ।

এটাই বোধহয় Responsibility of a True Leader.

#Leader #successful #people #Result #responsibility

Nazar E Zilani
CEO and Founder, Sharpener

01.00 PM
10.05.25