Buy this book
গ্রামের, শহরের পিতা মাতা কষ্ট করে হলেও সন্তানকে শিক্ষিত করার তীব্র আকাঙ্ক্ষা চেষ্টা করছেন শুধু একটু সুখের মুখ দেখবে বলে। আজো গ্রামের অক্ষর জ্ঞান বঞ্চিত পিতা মাতা, এমনকি শহরের স্বল্প শিক্ষিত পিতা-মাতা স্বপ্ন দেখেন যে সন্তানকে শিক্ষিত করতে পারলে সন্তান একদিন সংসারের হাল ধরবে। ইতোমধ্যে সমাজ-সংসারে অনেক পরিবর্তন ঘটে গেছে কিন্তু ওই কাঙাল পিতা মাতা তা জানে না। তারা জানেন, সন্তান লেখা পড়া শিখছে। এর পর বড় চাকরি পাবে। আমাদের দুঃখের দিনের অবসান হবে। কিন্তু বাস্তবতা তো ভিন্ন। অর্জিত জ্ঞানের সাথে চাহিদার সামঞ্জস্য হচ্ছে না। কর্পোরেটে টাকা নিয়ে বসে আছে প্রয়োজনীয় মানুষ পাচ্ছে না অন্য দিকে শত শত ছেলে মেয়ে শিক্ষা জীবন সমাপ্ত করে বেকার হয়ে বসে আছে তারা চাকরি পাচ্ছে না। চাকরিদাতা বিদেশি কর্মচারী কর্মকর্তা নিয়োগ দিচ্ছেন। মাঝখানে যন্ত্রণায় কাতরাচ্ছে অসহায় স্বপ্ন ভাঙা পিতা-মাতা-ভাই-বোন আর যাকে ঘিরে স্বপ্ন সেই বেকার ছেলে বা মেয়েটা । আমাদের এক কোটি মানুষ বিদেশ থেকে যা রেমিটেন্স পাঠাচ্ছে তার সিংহভাগ চলে যাচ্ছে বিদেশি কর্মচারী-কর্মকর্তার বেতন-ভাতা শোধ করতে। আমাদের দেশের কর্পোরেটে কর্মরত উদ্যোমী যুবা, চাকরি প্রত্যাশী ও কলেজ বিশ্ববিদ্যালয়ের উচ্চাকাঙ্ক্ষী ছাত্র ছাত্রী ছেলে মেয়েদের জীবনে সাফল্য অর্জনের পথ প্রদর্শক হিসেবে এই বই থেকে ধারণা নিয়ে আমাদের দেশের সমাজ-সংস্কৃতির আলোকে পরামর্শগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আমার দৃঢ় বিশ্বাস, যদি কোনো ছেলে মেয়ে এই বইয়ের উপদেশগুলো আত্মস্থ করে ও দৈনন্দিন জীবনে প্রয়োগ করে তাহলে তার কখনোই বেকার থাকার বা এক জায়গায় ঘুরপাক খাওয়ার কথা না । যে যে গুণাবলি থাকলে একজন মানুষ সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারে তার বিশদ বর্ণনা আছে এই বইতে।