কর্পোরেট, উদ্যোক্তা বা অন্যান্য ক্ষেত্রে উন্নতির শীর্ষে ওঠার পরীক্ষিত সূত্রাবলি - রোড টু বিকামিং সিইও
CEO হয়ে একটা প্রতিষ্ঠানের দায়িত্ব পালনের মধ্যে আছে আর্থিক সফলতা, পরিবার পরিজনের উন্নত জীবন ও শিক্ষার সুযোগ, সামাজিক সম্মান, মানসিক পরিতৃপ্তি ও দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ। দুঃখের বিষয় আমাদের শিক্ষিত চৌকস ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করে একটা চাকরি পেতেই বহু কিলোমিটার পথ হেটে ফেলে। কেউ পায়, কেউ থাকে প্রত্যাশায়। যারা পায় তারা পেশাজীবনের একটা যায়গায় এসে আটকে যায়। বাংলাদেশে এখন শিল্পায়ন ঊর্ধ্বমুখী। ১০০ টা ইকোনোমিক জোন তৈরি হচ্ছে যেখানে দেশী বিদেশী কোম্পানি উৎপাদন, বিক্রয়, বিপণন ও এক্সপোর্ট শুরু করবে। ভারত, শ্রীলঙ্কা, চীন সহ অনেক দেশের CEO 'রা চাকরি করে এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে কিন্তু এই টাকা পাওয়ার কথা আমাদের দেশের ছেলে মেয়েদের। এটা তাদের অধিকার। কিন্তু বিশেষ কিছু যোগ্যতার অভাবে তাঁরা আজ নিজেদের তৈরি করা সুযোগের সিংহভাগ থেকে বঞ্চিত। আমার দীর্ঘ পেশাজীবনের অভিজ্ঞতার আলোকে আমি চেষ্টা করেছি আমাদের ছেলে মেয়েদের জন্য এই বইটা লিখতে যেখানে CEO হওয়ার ধারণা দেওয়া হয়েছে। আমি আশা করি এই বইটা অনুসরণ করলে আমাদের ছেলে মেয়েরা তাদের স্বপ্নের যায়গায় পৌঁছুতে পারবে।