ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য ৩৬৫ আমল
চাকরীর বাজার বড়ই চঞ্চল। দেখা দেয় তবে ধরা দেয় না। সার্টিফিকেটের সাথে চাহিদার মিল নেই। চাকরীর দরখাস্ত জমা দেয় তবুও ডাক পায় না। আর ডাক পেলেও আশানুরূপ ফলাফল পায় না। বয়স বাড়ে - নিজের, ছোট বোনের, মায়ের-বাবার আর গোপন প্রিয়তমার। উপার্জনহীন আবর্জনা হয়ে ভেসে বেড়ানো নিত্য সঙ্গী। আমাদের শিক্ষিত ছেলে মেয়েদেরকে উদ্দেশ্য করে বইটি লিখা। উন্নতি করতে হলে কিছু চারিত্রিক বৈশিষ্ট্য, দক্ষতা অর্জন করা দরকার। শুধু প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট আর সিজিপিএ দিয়ে আজকের দিনে চাকরী হয় না। যে সমস্ত গুণাবলী থাকলে একজন মানুষ সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারে আমার নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতার আলোকে এক্সেকিউটিভ টু এক্সেকিউটিভ ডিরেক্টর বইতে তার প্রাঞ্জল বর্ণনা করেছি।