সাফল্য থেকে মহাসাফল্যের পথে - ফাওযান আজীম
জ্ঞান বিজ্ঞান ভুমধ্যসাগরের পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে যাওয়ার পর ইউরোপ ও আমেরিকা অভূতপূর্ব মনোনিবেশ করে উৎকর্ষ অর্জনে এবং তা করেও ফেলে। প্রিন্ট আর ডিজিটাল মিডিয়ার কল্যাণে তা পৌঁছে যাচ্ছে প্রতিটি ধনী, গরীব, নিঃস্ব, অসহায় মানুষের দ্বারে দ্বারে।
আমরা প্রাচ্যের মানুষেরা পশ্চিমের এই লোভনীয় টোপ গিলছি আর সীমাহীন উপার্জন বাড়ানোর পায়তারায় জীবনকে অসহনীয় করে তুলছি। চাকার আবিস্কার দিয়ে গতি 'দ্রুত' করা শুরু। মনের গতির সাথে ছুটার দুরন্ত বাসনা দুনিয়া পাগল ভোগবাদী মানুষের। এর সাথে যুক্ত হলো শিল্প বিপ্লব। ভোগের উপাচার পেয়ালা উপাচায়ে পড়লেও পরা ণ ভরে না ভোগবাদী মানুষের।
বিজ্ঞানের আবিস্কারের এই অসৎ ব্যবহার এবং আমাদের আধ্যাত্মিকতা থেকে ধীরে ধীরে সরে আসা সফলতার সংজ্ঞা পাল্টে দিয়েছে। সফলতা বলতে আজ শুধুই ধন সম্পদ আর চকমকে জেল্লা বুঝায়। এ পথ লালসার, লোভের এ পথ গরলের। এ পথ কোনোদিনও শান্তি দিতে পারবে না। যে সাফল্যে শান্তি নাই তা কখনই সফলতা না।
ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, পেশাজীবন এবং আধ্যাত্মিক জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের বীজ বুনতে না পারলে জীবন সফল হবে না। সফলতা অর্থই দুনিয়া ও আখিরাতে সফল হওয়া। বাকি সব মরীচিকা। ফাওযান আজিম একজন মানুষের উভয় জীবনে সফল হওয়ার নানা পরামর্শে সাজানো।