পেশাজীবনে উন্নতির স্বপ্ন দেখলে পরিবর্তিত পরিস্থিতিকে জানতে হবে, বিবেচনায় আনতে হবে, সে অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে।

জুতা পালিশের বাজেট থাকে, Glow and Handsome এর বাজেট থাকে, নিজেকে আকর্ষণীয় করার আরও কত উপাচারের বাজেট ও সময় থাকে শুধু বাজেট ও সময় থাকে না নিজের ভ্যালু অ্যাড করার!!

অথচ, এই বাজেট দিয়ে বই কিনে, জার্নাল কিনে, ইন্টারনেট কিনে বা ট্রেনিং নিয়ে বরাদ্দ করা সময়ের সুন্দর ব্যবহার করলে জীবনটা অন্যরকম হতে পারতো।

প্রাথমিক শিল্পযুগের তুলনায় বর্তমানের Fourth Industrial Revolution ‘এর High Tech সমৃদ্ধ কর্মজীবনে মান্ধাতার আমলের চিন্তাধারা নিয়ে বেশিদূর যাওয়া যাবে না।

সেই যুগে আদেশ পালন করাই ছিল অন্যতম যোগ্যতা।

Technology’র কারণে অনেক সুপারভাইসরি পদ লুপ্ত বা অচল হওয়ার কারণে অনেকের কাছে প্রত্যাশা করা হয় “স্বল্প সম্পদের দ্বারা অধিক ফল উৎপাদন”, কি করতে হবে তার সিদ্ধান্ত নেওয়া , এবং সে অনুযায়ী কাজটা করা।

কারো নির্দেশের অপেক্ষায় বসে থেকো না। নিজের প্রতিষ্ঠানটাকে এমনভাবে চিনে নাও যে তুমি Artificial Intelligence (AI) ‘র মতো অনুমান করতে পারবে কি করতে হবে এবং তা করা শুরু করে দাও।

সংস্কৃতে একটা শ্লোক আছে :

“উদযোগিনং পূরুষসিংহ উপৈতে লক্ষী।”

একমাত্র উদ্যোগী ব্যক্তির কাছেই লক্ষী (ধন-মান ) ধরা দেয়।

সুতরাং কারো বলার অপেক্ষা না করে কাজ শুরু করে দাও।

Categories: Career Growth

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *