তুমি যখন কর্মে ক্লান্ত, উদ্বেগে আকুল তখন নিন্দুকের সমালোচনা শোনার চেয়ে বড় গোনাহ আর কিছুই হতে পারে না।

কানে তুলা দাও।

মানুষের কথা শোনা বন্ধ করো।

দুর্দিনে যখন কেউ সহানুভূতির হাত এগিয়ে দেয় নাই, উৎসাহের সঞ্জীবনী সঞ্চার করে নাই তাহলে তাদের কথা কানে নিয়ে ফোকাস নষ্ট করার মতো গাধামি আর কিছু হতে পারে না। একটা বাংলা প্রবাদ আছে, “ভাত দেয়ার ভাতার না, কিল মারার গোসাই !!”

লক্ষ্যের দিকে এগিয়ে চলো অবিচল। নিজেকে গড়ো। নিজেকেই গড়ো। শুধু নিজেকেই গড়ো। যোগ্যতা আছে তোমার। সেটা কাজে লাগাও। সূর্যাস্তের আগে পথ চিনে নাও।

মরা মাছ হয়ে ভাঁটির টানে ভেসে যেও না। তাজা মাছ হও। লেজে বাড়ি দিয়ে উজানে সাঁতার কাটো। তোমার সন্তরনের মন্থন নদীর ঢেউ হয়ে দুই কুলে আছড়ে পড়ে পলিতে প্লাবিত করে যাবে তোমার সমালোচকদের। তারাও পাবে তোমার কর্মের পেলব পরশ। বিজয়ীর সময় কোথায় পরাজিতের কান্না শোনার ?

Categories: Career Growth

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *