খ্রিষ্টিয় মতে রুহের ভ্রমণ:
ক্যাথলিক অর্থডক্স এবং প্রটেস্টান্ট খ্রিষ্টানদের বৃহদাংশ মনে করেন শুক্রাণু আর ডিম্বাণুর নিষিক্তের সময়ই প্রাণের আগমণ ঘটে। এটাকে Traducianism বলে।

বংশধারার দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা গর্ভ সঞ্চারনের ক্ষণ জানেন এবং সেই গর্ভধারিণীকে গর্ভধারণে উৎসাহিত করেন।
অন্য মতে Foetus এর প্রথম নিঃশ্বাস নেওয়ার সময় ঈশ্বরের পক্ষ থেকে একজন ফেরেশতা প্রাণ সঞ্চার করেন।
Genesis ২:৭
“And He breathed into his nostril the breath of life and it was then that the man became a living being.”

Categories: Uncategorized

1 Comment

Rabiul · May 16, 2019 at 1:29 pm

এজন্যই বলা হয়েছে রুহের কোন মৃত্তু নাই। মৃত্তু হয় নফসের

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *